রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লুটেরাদের জন্য সমবায় ব্যাংক ধ্বংসের দ্বারপ্রান্তে : সমবায় প্রতিমন্ত্রী

মতবিনিময় ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা। ছবি : কালবেলা
মতবিনিময় ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা। ছবি : কালবেলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, সমবায় ব্যাংক এমন কোনো কাজ নেই যা করতে পারবে না। শুধু মানুষের অভাবে, নেতৃত্বের অভাবে এবং লুটেরাদের জন্যে এ ব্যাংক আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

শনিবার (৮ জুন) বিকেলে রাজশাহী সার্কিট হাউসের সভাকক্ষে রাজশাহীর সমবায় বিভাগ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ নয়, ইস্ট পাকিস্তান তথা ১৯৪৮ সালের ব্যাংক হচ্ছে সমবায় ব্যাংক, যার সিরিয়াল নম্বর চার। শুধু নেতৃত্বের অভাবে এ ব্যাংকের সব শেষ। আমি জানি না নেতৃত্ব দিতে পারব কিনা। তবে আপনাদের সবার সাহায্য-সহযোগিতায় আমি একটু আলোড়ন তৈরি করার চেষ্টা করছি। আমি না আসলে আপনারা এক লাখ টাকা ঋণ কোনো দিনই পেতেন না। ব্যাংকই চলে না। লোন চাইতে গেলে ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে যে, স্যার মূলধন থেকে বেতন দিচ্ছি। আমি বললাম, তাহলে ব্যাংক রাখছেন কেন, বন্ধ করে দেন। আপনারা বেতন নিতে কোনো সমস্যা হচ্ছে না আর লোন দিতে গেলেই সমস্যা হচ্ছে।

তিনি বলেন, একজন রিকশাচালক, একজন দিনমজুর এ শহরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র ৫০০ টাকা রোজগার করার জন্য পরিশ্রম করছে। তারা কখনো মাথা ঘুরে পড়ে যাচ্ছে। অথচ আমরা হয়তো মেধার গুণে কিংবা তদবিরের গুণে আমরা একটি সুযোগ পেয়েও তা কাজে লাগাচ্ছি না। আমরা কেন এত স্বার্থপর হব? আমি কেন একটু পরিশ্রম করে আর ১০টি লোকের সুবিধা কেন করে দিব না? যদিও বাংলাদেশ একটি দেশ যেখানে অনেক ব্যর্থতার গ্লানি বয়ে বেরিয়েছি। কিন্তু দেখেন গত ১৭ বছরে জাতির জনকের কন্যা শেখ হাসিনা আমাদের সাহসী করেছেন। ৭০-৭১ সালে রাজশাহীর ডিসি সাহেবের ভাঙা চেয়ারে খুঁটি মারা ছিল। এ দেশ গড়েছেন শেখ হাসিনা, তাই আমরা এখন ভালো আছি।

আব্দুল ওয়াদুদ দারা আরও বলেন, আমাদের বিপুল জনসংখ্যা আউটসাইড হয়ে যাচ্ছে। এদের জন্য বেশি না, আপনারা তিনটি বছর একটু মনোযোগ দিয়ে কাজ করেন। আপনারা যার যে কাজ তা সঠিকভাবে পালন করেন। তাহলে দেখবেন, সবকিছু সহজ হয়ে গেছে। আমাদের টার্গেট বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার। এভাবে কাজ করতে পারলে তার স্বপ্ন বাস্তবায়ন সহজ হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা বাস্তবে রূপ দিয়ে দেখিয়ে দিব। এজন্য চাপ নিতে হবে।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী রাজশাহীর চারঘাট উপজেলার ‘কালুহাটি পাদুকা শিল্প মালিক সমিতি লিমিটেড’ এর ১৭ জন সদস্যকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের প্রকল্প ঋণ এবং বিআরডিবির আওতাধীন কৃষক সমবায় সমিতিকে এক লাখ টাক করে চেক বিতরণ করেন।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. মোখলেসুর রহমান ও রাজশাহী বিআরডিবির উপপরিচালক এ.কে.এম জাকিরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁদ দিয়ে বক শিকার, যুবকের কারাদণ্ড

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

পাঁচ ইসলামী ব্যাংক এক করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ

নারীদের বন্ধ্যাত্বের সাধারণ ৬ লক্ষণ, যা জানা জরুরি

পদ্মায় প্রকাশ্যে ইলিশ শিকার, মিলছে হোম ডেলিভারিতে

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে গবেষণায় মাভাবিপ্রবি ৭৪৬তম

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়েছে ঢাবি, আবারও দেশসেরা

বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে

১০

সফল হতে চান? রাতে এই সহজ ৫ কাজ করুন

১১

টাইফয়েড টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া কেমন হতে পারে, জানালেন ডা. সায়েদুর

১২

অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষে বন্ধ হাসপাতাল, চিকিৎসা নিতে আসা একজনের মৃত্যু

১৩

বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

১৪

বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ দেখতে দর্শকদের মানতে হবে যেসব নির্দেশনা

১৫

মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

১৬

শিল্পের ক্যানভাসে টিটুর মুনশিয়ানা

১৭

ওএসডি হলেন এনবিআরের বেলাল চৌধুরী

১৮

বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেপ্তার

১৯

সড়কে নেই বাতি, মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

২০
X