সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১১:১০ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেরা থাকেন দালানে, ঝুপড়িঘরে ঠাইঁ হলো মায়ের

ছেলেরা ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় বৃদ্ধা মাকে থাকতে হচ্ছে ঝুপরি ঘরে। ছবি : কালবেলা
ছেলেরা ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় বৃদ্ধা মাকে থাকতে হচ্ছে ঝুপরি ঘরে। ছবি : কালবেলা

বরগুনার তালতলীতে ১৬ বছর আগে স্বামীকে হারিয়ে একাই ৫ সন্তানকে বড় করেছেন ছালেয়া বেগম (৮৭)। সন্তানরা এখন স্বাবলম্বী। থাকেন পাকা বাড়িতে। যেখানে ঠাঁই হলো না মায়ের। অসুস্থতার দোহাই দিয়ে মাকে রেখেছেন ঝুপড়িঘরে।

জানা গেছে, ছালেয়া বেগম উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরপাড়া গ্রামের মৃত আবদুল মজিদ গাজীর স্ত্রী। ২ ছেলে ৩ মেয়ের জননী তিনি। স্বামীকে হারিয়ে এক সময় দুঃসহ দিন পার করে সন্তানদের বড় করেছেন ছালেয়া। আশা ছিল, শেষ বয়সে তাদের নিয়েই সুখের মুখ দেখবেন। কিন্তু সন্তানেরা বড় হয়ে নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর মায়ের ঠাঁই হয় ভিটের একটি ঝুপড়িঘরে।

সরজমিনে গিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, ছেলেরা ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় এখন খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তার।

স্থানীয়রা জানায়, স্বামী মারা যাওয়ার পরে সন্তানদের নিয়ে খুবই খুব কষ্টে দিন কাটিয়েছেন ছালেয়া বেগম। কিন্তু শেষ বয়সে এসে সন্তানরা তার ভরণপোষণ দিচ্ছে না। তাই তাকে থাকতে হচ্ছে ঝুপড়িঘরে। আর এ কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

ছালেয়া বেগমের ছোট ছেলে কালাম গাজী জানান, আমার মা মানসিক ভারসাম্যহীন। তিনি ১০ মিনিট পরপর টয়লেট করে দেন। এমন পরিস্থিতিতে তাকে ঝুপড়িঘরে রাখা হয়েছে।

ছালেয়া বেগম বড় ছেলে আবদুর রব গাজী বলেন, মার নামে এক একর জমি ছিল। সেই জমি ছোট ভাই দখল করে নেয়। যেহেতু সম্পত্তি ছোট ভাই নিয়েছে তাই মাকে সে দেখাশোনা করুক।

এদিকে ছেলেদের দালান ঘরে মায়ের ঠাঁই না হওয়ায় বিষয়টা নিয়ে এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, ছেলেরা যেন বৃদ্ধ মাকে ভরণপোষণ দেয় ও সরকারি সাহায্য ও সহযোগিতা যেন দেওয়া হয়।

এ বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর মিয়া বলেন, ওই বৃদ্ধা মানসিকভাবে ভারসাম্যহীন। তার চিকিৎসা প্রয়োজন। ছেলেদের আচরণ ঠিক হচ্ছে না। আমি ছেলেদের সঙ্গে কথা বলব।

ইউপি সদস্য জসিম মোল্লা বলেন, এ বিষয়ে আমি জানতাম না। বিষয়টা খুবই অমানবিক। আমি বিষয়টা দেখব।

তালতলী থানার ওসি শহিদুল ইসলাম মিলন বলেন, ওই বৃদ্ধার পক্ষ্য থেকে কেউ অভিযোগ দিলে ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ছালেয়া বেগমের ভরণপোষণের ব্যবস্থা করে দেওয়া হবে।

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা তুম্পা বলেন, বিষয়টা খুবই অমানবিক। তবে খোঁজখবর নিয়ে তার ছেলেদের সঙ্গে কথা বলে তার ভরণপোষণের ব্যবস্থা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

১০

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১১

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১২

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৩

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৪

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৬

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৭

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১৮

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১৯

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

২০
X