সিলেটে পাথরবোঝাই ট্রাকের ভেতর থেকে ১০ হাজার কেজি চিনি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) দুপুরে সিলেটের শাহপরাণ সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে ২০০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসব চিনির আনুমানিক মূল্য ১১ লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন রাজশাহী জেলার বেলপুকুর থানার বলপুকুরিয়া গ্রামের মো. সালাহউদ্দিন (২৮) ও একই জেলার দূর্গাপুর থানার বহরমপুর গ্রামের মো. মহাশিন (২৪)। তাদের মধ্যে সালাহউদ্দিন ট্রাকের চালক ও মহাশিন তার সহকারী।
পুলিশ জানায়, জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে উপরে পাথর দিয়ে ভেতরে ভারতীয় চিনি সিলেট শহরের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান সুরমাগেইট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন ট্রাকটিকে থামানো জন্য সিগন্যাল দিলে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকের নিচে চিনির বস্তা লুকিয়ে উপরে আনুমানিক তিন ইঞ্চি স্তরের পাথর দিয়ে জৈন্তাপুরের হরিপুর থেকে চালানটি পাচার করছিল চোরাকারবারিরা।
শাহপরাণ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী কালবেলাকে বলেন, চোরাকারবারিরা নানা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। ট্রাকের ভেতরে মাত্র ৩ ইঞ্চি পাথরের স্তর ছিল। এর নিচে ভারতীয় চিনির চালান ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চোরাই চিনি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন