ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপে ১৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। রাতভর উত্তরের পথে যানবাহনের অতিরিক্ত চাপে ভোর থেকে যানজটের সৃষ্টি হয়। উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ পড়ছে ভোগান্তিতে।
শনিবার (১৫ জুন) ভোরে এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এ বিষয় বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, রাত থেকে উত্তরের পথে অতিরিক্ত যানবাহনের চাপ ছিল। এতে টোল আদায় মাঝে মাঝেই বিঘ্ন ঘটে। অতিরিক্ত যানবাহনে সেতুর ওপর যানবাহন যখন বেশি থাকে পশ্চিম অংশে যানবাহন না টানলে স্বাভাবিকভাবেই টোল আদায় স্থির হয়ে পড়ে।
বগুড়াগামী কয়েকজন যাত্রী বলেন, টাঙ্গাইলের মির্জাপুর থেকে রাবনা বাইপাস পর্যন্ত ভালোই ছিল গাড়ি টেনে আসছে। এলেঙ্গার পর থেকে তীব্র যানজটে বসে আছি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সারারাত যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। তবে পুলিশ মহাসড়কে কাজ করছে। স্বাভাবিক সময়ে ২১টি জেলার প্রায় ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু ঈদের সময় এই সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এতে বিপুলসংখ্যক গাড়ি একসঙ্গে সেতু পার হতে গিয়ে বাধে বিপত্তি। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।