বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক নাদিম হত্যার এক বছর, গ্রেপ্তার হয়নি আসল খুনি রিফাত

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পুরোনো ছবি
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পুরোনো ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একাত্তর টিভির প্রতিনিধি ও বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার এক বছর আজ। এক বছর পার হলেও মূল হত্যাকারী ফাহিম ফয়সাল রিফাতকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযোগ উঠেছে, বিয়ের দাওয়াতে অংশগ্রহণসহ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন মূল হত্যাকারী ফাহিম ফয়সাল রিফাত। এ ছাড়াও মামলার ৫ নম্বর আসামিসহ কয়েকজন জামিনে এসে নিহত নাদিমের স্ত্রী ও পরিবারকে হুমকি ও মামলা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে।

হত্যা মামলার বাদী ও নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম এসব অভিযোগ করে বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের আজ ১ বছর হলো। কিন্তু এখনো অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার ২ নম্বর আসামি ও মূল হত্যাকারী ফাহিম ফয়সাল রিফাতকে পলাতকের কথা বলা হলেও সে বিয়ের দাওয়াতে অংশগ্রহণসহ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন।

তিনি বলেন, এ ছাড়া ৫ নম্বর আসামি গাজী আমর আলী মেম্বারসহ কয়েকজন জামিনে এসে আমাদের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। এতে মামলার কার্যক্রম ব্যাহতসহ তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা, সকল আসামি গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

নিহত সাংবাদিক নাদিমের মা আলেয়া বেগম বলেন, বর্তমানে সংসার খুব অভাব-অনটনে চলছে। আমরা খুব অসহায়। রোজগারের কোনো লোক নাই। আমার একটা ছেলে ছিল, তাকে নৃশংসভাবে হত্যা করল ওরা। কিন্তু দুঃখের বিষয় এটা, কত বড় বড় মন্ত্রী-এমপির কাছে গিয়েছি। সবাইকে ধরেছি। কিন্তু বিচারের কোনো আভাস পাচ্ছি না। সবাই খালি পাশ কাটিয়ে যাইতেছে। এখন মনে হয় সাগর-রুনির মতো আমরা ছেলের বিচারটা সঠিক পাব না।

বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহিন আল আমিন বলেন, পুলিশের সাবেক আইজিপি মোখলেছুর রহমান পান্না নাদিম হত্যা মামলার ১ নম্বর আসামি বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবুর চাচাতো ভাই হওয়ার সুবাদে মামলার তদন্ত ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। তাই মামলাটি সিআইডি থেকে প্রত্যাহার করে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে সকল হত্যাকারীর ফাঁসির দাবি জানাই।

বকশীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোয়ার জামান রতন বলেন, মামলার তদন্ত করছে সিআইডি। পুলিশ শুধু ভিডিও ফুটেজের ভিত্তিতে চার্জশিট দাখিলের চেষ্টা করছে। ভিডিও ফুটেজের বাইরে মূল হত্যাকারী মাহমুদুল হাসান বাবু ও তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতকে বাঁচানোর অপচেষ্টা চলছে। আইনমন্ত্রী মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির (এসআই) গোলাম কিবরিয়া বলেন, মামলার তদন্ত কাজ শেষদিকে। দ্রুতই চার্জশিট দাখিল করা হবে। তদন্তের স্বার্থে সবকিছু বলা ঠিক হবে না। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি, একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে গতবছরের ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বরখাস্তকৃত) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী হামলার শিকার হন।

পরদিন ১৫ জুন বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

দিনে ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপন, রাতেই ভাঙচুর

অস্কারের মঞ্চে জায়গা পেল না কানে প্রশংসিত ‘হোমবাউন্ড’

খালিদুজ্জামানের ডিগ্রি বিতর্ক : বিএমডিসি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল

‘নীরবে’ চলে এলো বিপিএলের ফাইনাল, শেষ হাসি হাসবে কে

ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন

শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২

ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া স্থগিত

১১

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

অজানা ভাইরাসে মরছে গাজার মানুষ

১৪

বাসচাপায় প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা

১৫

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

১৮

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

১৯

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

২০
X