মৌলভীবাজার (জুড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গৃহপালিত গরুতে ক্রেতাদের ঝোঁক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পথে পথে বসেছে গরুর হাট। ছবি : কালবেলা
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পথে পথে বসেছে গরুর হাট। ছবি : কালবেলা

কোরবানির ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশুরহাট। তবে এবার ক্রেতারা দেশি জাতের গরুর দিকেই ঝুঁকছেন। তাই স্থানীয় গৃহপালিত গরুর ব্যাপক চাহিদা।

গৃহপালিত গরু কিনতে বাড়ি বাড়ি ঘুরছেন ক্রেতারা। টানা বৃষ্টিপাতে গরুর হাটে তৈরি হয়েছে ব্যাপক কাঁদা। ফলে বাড়ি থেকে গরু কিনতে এবারও স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারা।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় পথে পথে বসেছে গরুর হাট। উপজেলার সবচেয়ে বড় হাট কামিনীগঞ্জ বাজার (লামা বাজার) ও ফুলতলা বাজারসহ অন্যান্য জায়গার কোরবানির ঈদকে উপলক্ষ করে অস্থায়ী কোরবানির হাট স্থাপন করা হয়েছে। কিন্তু এসব বাজারে নেই ক্রেতা বিক্রেতাদের আগ্রহ। ক্রেতারা ছুটছেন মূলত স্থানীয় খামারিদের কাছে।

কোরবানির হাটে তাদের অনাগ্রহের কারণ হিসেবে ক্রেতারা জানান, গৃহপালিত গরুর মাংসের সঙ্গে আমদানিকৃত গরুর মাংসের স্বাদের পার্থক্য রয়েছে। এ ছাড়াও দেশি গরু খোলা মাঠে চরিয়ে লালন পালন করেন ক্ষুদ্র খামারিরা।

এদিকে কোরবানির হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় বাজার ইজারাদাররাও হতাশ। তাদের মতে, এমন পরিস্থিতি আগে ছিল না। চলতি বছর বেশিরভাগ ক্রেতাই হাট বাজার বিমুখ। বেশিরভাগ খামারিরা তাদের গরু খামার থেকেই বিক্রি করতে চাইছেন। ফলে বাজারে গরুর সংখ্যা কম হওয়ার কথা।

খামারি ও ইজারাদারদের অভিযোগ রয়েছে সীমান্তের ওপার থেকে আসা চোরাই গরুর কারণে দাম কম পাওয়া যাচ্ছে। তাদের দাবি, খামারিদের স্বার্থে এগুলো খতিয়ে দেওয়া দরকার।

বাজারে বাড়তি দামের অভিযোগও রয়েছে বরাবরের মতোই। আর বিক্রেতারা বলছেন, চড়া দামে গোখাদ্য কিনে পশু লালন-পালনের পরও বাজার মন্দা।

সামছু মিয়া নামের এক ক্রেতা জানান, গ্রাম থেকে গরু কেনাই সাশ্রয়ী বলে মনে করি। এতে সময় বাঁচে ও ভালো গরু পাওয়া যায়। আমাদের গ্রামে অনেক মানুষ গৃহপালিত গরু পালন করেন। গ্রামের খোলা মাঠে এসব গরু ঘাস খেয়ে বড় হয়। মাংসের জন্য গ্রামে পালিত এসব গরুর তুলনা হয় না। আমি সবসময় দেশি গরু কেনার জন্য ছুটে বেড়াই এটার আমার ও ছেলে মেয়েদের ঈদ আনন্দ।

জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে জানান, প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় দিনকে দিন বাড়ছে কোরবানির পশুর চাহিদা। সেই সঙ্গে বেড়েছে এর সংখ্যা। উপজেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক খামার রয়েছে। চাহিদার কথা ভেবে দেশি ও বিদেশি জাতের ছোট-বড় গরু রয়েছে এসব খামারে।

তিনি আরও বলেন, প্রতিটি খামারে কোরবানির ঈদকে সামনে রেখে কঠোর নজরদারি রাখা হয়েছে, যাতে করে কেউ অসৎ উপায়ে গরু মোটাতাজা না করতে পারে। প্রতি বছরের ন্যায় এবারও হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের ব্যবস্থা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X