জামালপুরের ইসলামপুরে গরু কোরবানি দিতে গিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছুরিকাঘাতে ও গরুর লাথিতে অন্তত ১৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) বেলা সোয়া ১১টা পর্যন্ত আহতরা চিকিৎসা নিতে আসেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে।
উপজেলা নাওভাঙা এলাকার মো.বাবুল (৩৫)বলেন, গরু কোরবানি দেওয়ার সময় লাথি মারে আমার ডান হাতের আঙুলের হাড় ভেঙে গেছে।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ১৪ জন জরুরি বিভাগে এসেছেন। জরুরিভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সারা বলেন, এখন পর্যন্ত আহত অবস্থায় আমাদের এখানে প্রায় ১৪ জন এসেছেন। সবাইকে সেলাই ও চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আমরা এখনও কাউকে ভর্তি করা হয়নি। এখানে বেশিরভাগ রোগী কাটাছেঁড়ার।
মন্তব্য করুন