ঈদে ঘুরতে গিয়ে নারায়ণগঞ্জের বন্দরে বাসের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার (১৮ জুন) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল হক।
নিহতরা হলেন- অন্তর (২০) জামালপুর জেলার ইসলামপুর এলাকার বিপুল বিপ্লবের ছেলে ও পটুয়াখালী জেলার কমলাপুর গ্রামের মো. রফিকের মেয়ে তাজনেহার (১৭)।
প্রত্যক্ষদর্শীর বরাতে ঘটনার বিবরণে ওসি রেজাউল জানান, বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী অজ্ঞাত যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অল্পবয়সী দুজন ছেলে মেয়ে ঘুরতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন