বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কমছে বন্যার পানি, বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পানিবাহিত রোগে আক্রান্ত রোগী। ছবি : কালবেলা
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পানিবাহিত রোগে আক্রান্ত রোগী। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথে ধীরে ধীরে নামছে বন্যার পানি। পানি কমার সঙ্গে বেড়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এতে দুর্ভোগে পড়েছেন উপজেলার বাসিন্দারা। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সি মানুষ ডায়রিয়া, জ্বর, কাশি, সর্দিসহ পানিবাহিত নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন।

শনিবার (২২ জুন) বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, হাসপাতালে পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে ২৫ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ১০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত। আর বাকিরা জ্বরে আক্রান্ত। পাশাপাশি প্রতিদিন জ্বর, ডায়রিয়ার চিকিৎসা নিচ্ছেন উপজেলার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় অনেক গ্রামাঞ্চলের রোগীদের চিকিৎসা নিতে উপজেলা সদরে আসতে পারছেন না। আবার কেউ কেউ খুব কষ্ট করে আসছেন।

জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া পৌর এলাকার বিশ্বনাথেরগাও গ্রামের আজাদ মিয়া বলেন, গত ৩-৪ দিন ধরে জ্বরে আক্রান্ত। পরে ডায়রিয়া ও বমি শুরু হলে বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ভর্তি হই। আজ শনিবার অনেকটা সুস্থবোধ করছি।

তিন বছরের শিশু ছামিয়াকে নিয়ে চিকিৎসা নিচ্ছেন উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের আকলিমা বেগম। তিনি জানান, ঈদের পরের দিন থেকে তিন সন্তান-স্বামীসহ পরিবারের সবাই জ্বরে আক্রান্ত। মেয়ের জ্বর বেড়ে যাওয়ায় শুক্রবার (২১ জুন) মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. রাজিব বৈষ্ণব বলেন, গত দুদিন স্বাভাবিকের তুলনায় অনেক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত। অনেকে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছেন। বন্যার জন্য যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেকে হাসপাতালের জরুরি নম্বরে ফোন দিয়েও চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন বলেন, বন্যার সময় পানিবাহিত রোগ ডায়রিয়া, জ্বর, কাশি, সর্দির প্রকোপ বেড়ে যায়। পানি কমার সঙ্গে সঙ্গে এ রোগগুলোর প্রকোপ আরও বাড়বে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, বন্যার সময়ে স্বাস্থ্যসেবা দিতে ৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা প্রতিটি আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্য সেবা দিচ্ছেন। পাশাপাশি সবাইকে খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে?

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

যৌবন ধরে রাখতে সার্জারি করেছেন রোনালদো, দাবি সার্জনের

জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেলেন মিলন

ড্রাগন ফল কারা খেতে পারবেন না জানালেন পুষ্টিবিদ

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের

ব্যক্তিগত মিলে মজুত করা ছিল সরকারি চাল

১০

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ / ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

১১

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

১২

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

১৩

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

১৪

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

১৫

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

১৬

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৭

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

১৮

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

২০
X