খুলনা ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
কেন্দ্রীয় বিএমএ নির্বাচন

চিকিৎসকদের স্বার্থ সুরক্ষার প্রতিশ্রুতি ডা. বাহার-তুষার পরিষদের

সংবাদ সম্মেলনে ডা. শেখ বাহারুল আলম ও ডা. আব্দুন নুর তুষারসহ অন্যান্য চিকিৎসকরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ডা. শেখ বাহারুল আলম ও ডা. আব্দুন নুর তুষারসহ অন্যান্য চিকিৎসকরা। ছবি : কালবেলা

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিকে দুর্বল ও অকার্যকর আখ্যা দিয়ে এবার খুলনা থেকেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচন করতে চান ডা. শেখ বাহারুল আলম। তার পরিষদে মহাসচিব হিসেবে লড়বেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নুর তুষার।

শনিবার (২২ জুন) দুপুর ১২টায় খুলনা বিএমএ অডিটোরিয়ামে ডা. বাহার-ডা. তুষার পরিষদ হিসেবে নির্বাচন করার ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বাহারুল আলম। তিনি অভিযোগ করে বলেন, প্রতি তিন বছর পর পর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু গত ৭ বছরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ওই সময়ের মধ্যে পেশাজীবীদের ওই সংগঠনটিকে দলীয় লেজুড়বৃত্তিক রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন বর্তমান বিএমএর নেতারা। সেখানে চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো দাবি কখনো পূরণ হয়নি।

তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসকদের প্রতিনিধিত্বশীল জাতীয় সংগঠন হয়েও বিএমএ আজ দুর্বল। অথচ এটা হওয়ার কথা ছিল না। ‘ধ্রপদী বিএমএ’ একসময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তুলে চিকিৎসকদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করার কৃতিত্ব অর্জন করেছিল। ধ্রপদী বিএমএ হলে অতীতের ন্যায় একদিকে রোগী-চিকিৎসক চিকিৎসার পরিবেশ ও নিরাপত্তা পাবে, অন্যদিকে সামাজিক সম্মান ও ভদ্রোচিত আয়ের নিশ্চয়তা পাবে চিকিৎসকরা।

বাহারুল আলম আরও বলেন, বর্তমান বিএমএ হওয়ার কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রক এবং স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী পরামর্শক। তা না হওয়ার কারণে রাষ্ট্রের অবহেলা ও দলীয় লেজুড়বৃত্তি বর্তমান বিএমএ কে দুর্বল সংগঠনে রূপান্তর করেছে। সংগঠন এখন আর চিকিৎসকদের হয়ে কথা বলতে পারছে না।

চিকিৎসক আব্দুন নূর তুষার বলেন, গত ২০-২৫ বছর ধরে বিএমএতে খুব বেশি নেতৃত্বের পরিবর্তন হয়েছে এমন নয়। ধারাবাহিতভাবে ঘুরিয়ে ফিরিয়ে গুটিকয়েক লোকই সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতা হয়েছেন। অনেক দিন নতুন নেতৃত্বে উত্থান দেখেনি বিএমএ। বর্তমানে যারা নেতৃত্বে আছেন তারা চিকিৎসকদের জন্য কোনো ভালো প্রতিশ্রুতি দিয়ে নেতা হয়েছেন এমন নয়, তারা মূলত তাদের রাজনৈতিক পরিচয় ও বিএমএর মধ্যে থাকা রাজনৈতিক উপদল ভিত্তিক নির্বাচন করেছেন।

তিনি বলেন, এ কারণে বিএমএ ধীরে ধীরে অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে। এ অকার্যকর সংগঠনটিকে চিকিৎসকদের দাবি পূরণের সংগঠনে পরিণত করতে এবারের নির্বাচনে অংশ নিচ্ছি আমরা।

খুলনার বিএমএ ও স্বাচিপের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খুলনা বিএমএ কেন্দ্রীয় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের নির্দেশনা অনুযায়ী চলবে। ডা. বাহার নির্বাচন করবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এতে খুলনার সাধারণ চিকিৎসকদের কোনো আগ্রহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

গ্যাস লাইনে বিস্ফোরণ, ভাইয়ের পর চলে গেল বোনও

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

জিয়া পরিবারের ত্যাগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য : কফিল উদ্দিন

বিএনপিকে ঘায়েল করতে চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে : মির্জা ফখরুল

‘গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার প্রকাশ্য ট্রাইব্যুনালে হতে হবে’

১০

মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় ব্যাপক সাড়া

১১

নেইমারকে দলে টানতে মরিয়া ইন্টার মায়ামি

১২

ডিজিএফআই বিলুপ্তের পরিকল্পনা নেই সরকারের : প্রেস সচিব

১৩

বিএনপির মনোনয়ন বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : সালাউদ্দিন আহমদ

১৪

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৫

সরকারি তহবিল স্থগিত, যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো সরকারি কর্মী চাকরিচ্যুত

১৬

আরও কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা হবে কি না, জানালেন প্রেস সচিব

১৭

‘ন্যায়ের সেবায় শৃঙ্খলিত হোন’ নবীন আইনজীবীদের উদ্দেশে বিচারকদের বার্তা

১৮

গাজায় গেলেন শক্তিধর মার্কিন কমান্ডার, ঘাঁটি নিয়ে আলোচনা

১৯

‘হেক্সাগার্ড রোভার’ উদ্ভাবক জিহাদের পাশে তারেক রহমান

২০
X