ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকাগামী পথে ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২৩ জুন) সকাল ১১টা থেকে বঙ্গবন্ধু সেতু হতে এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়। বেলা যতই বাড়তে থাকে ততই যানজট লাইন বৃদ্ধি পায়। সকাল ১১টা থেকে উত্তরের পথে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি ঢাকাগামী পথে যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু হতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত এই দীর্ঘ যানজট। এতে করে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
যানজটে আটকে থাকা যাত্রী শামীম বলেন, সিরাজগঞ্জ থেকে উঠেছি এলেঙ্গা আসতে সময় লেগেছে তিন ঘণ্টা। ঈদের পর হঠাৎ এমন যানজট আগে দেখিনি। আগে দেখতাম ঈদের আগে হতো। এখন যানবাহনের সংখ্যাও বেড়েছে যানজটও পাল্লা দিচ্ছে।
স্থানীয় শামীম ও শামসুল বলেন, সারাদিনই যানবাহনের চাপে যানজটের অনেক যাত্রী ভোগান্তি পড়েছেন। এতে কেউ কেউ পানি অথবা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন।
তারা বলেন, শুক্রবার থেকেই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকে। এছাড়াও যানবাহনকে মাঝে মধ্যেই ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, যানবাহনের অতিরিক্ত চাপ এবং চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
তিনি বলেন, অনেক যানবাহন বঙ্গবন্ধু সেতু হতে ঘুরিয়ে ভুয়াপুর লিংক রোড দিয়ে এলেঙ্গা চার লেনে প্রবেশ করছে। আশা করছি, দ্রুত যানজট নিরসন হয়ে যাবে।
মন্তব্য করুন