নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কোথা থেকে আগুনের সূত্রপাত সেটি এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন