কুমিল্লার চৌদ্দগ্রামে বড় ভাইকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছোট ভাই মো. বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা বটিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. বাহার উপজেলার বাতিসা ইউনিয়নের চান্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রায় ১২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে আসামি বাহারকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাহার হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ঘাতক বাহারকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
এর আগে বুধবার (২৬ জুন) সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে বাড়ির উঠানেই ছাগল পালনকে কেন্দ্র করে তাদের দুই ভাইয়ের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই বাহার ঘর থেকে ধারালো বটি এনে বড় ভাই ইলিয়াছকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ইলিয়াছ গুরুতর আহত হয়।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ইলিয়াছকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক ইলিয়াছকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন