কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

‘পাউরুটি’ হাতে আদালতে মেনন!

‘পাউরুটি’ হাতে নিয়ে প্রিজনভ্যান থেকে নামেন রাশেদ খান মেনন। ছবি : কালবেলা
‘পাউরুটি’ হাতে নিয়ে প্রিজনভ্যান থেকে নামেন রাশেদ খান মেনন। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আনোয়ার হত্যার ঘটনায় মিরপুর মডেল থানার মামলায় রিমান্ড শুনানির জন্য সকালে আদালতে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে। এ সময় সকালের নাস্তা হিসেবে দেওয়া শুধু ‘পাউরুটি’ হাতে নিয়ে প্রিজনভ্যান থেকে নামেন মেনন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে প্রিজনভ্যান থামে সিএমএম আদালতের হাজতখানার সামনে। প্রিজনভ্যান থেকে প্রথমে নামেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তার পরনে ছিল পায়জামা, পাঞ্জাবি ও সোয়েটার। গলায় মাফলার। আর বাঁ হাতে ধরা পাউরুটি। এ সময় পাউরুটি বাদে হাতে পানি বা অন্যকোনো খাবার দেখা যায়নি।

মেননের পর প্রিজনভ্যান থেকে নামেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। এরপর নামেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

এরপর তাদের আদালতের এজলাসকক্ষে তোলা হয়। কাঠগড়ায় উঠানোর পর ইনু ও রাশেদ খান মেনন তাদের আইনজীবীর সঙ্গে কথাবার্তা বলেন। তবে যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এক পাশে চুপ করে দাঁড়িয়ে ছিলেন। পরে ১১টা ১০ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। প্রথমেই আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়। পরে মিরপুর থানার আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় ইনু ও মেননের রিমান্ড শুনানি শুরু হয়।

তখন কাঠগড়ায় দুজন পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। কিছুক্ষণ পর ইনু মেননের কাছে এগিয়ে যান। ইনুর কথা শুনে হাসতে থাকেন মেনন। শুনানি শেষে আদালত তাদের এ মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর পুলিশ প্রহরায় আদালত থেকে নিচে নামানো হয়। এরপর তাদের হাজতখানায় নেওয়া হয়।

পথে এক সাংবাদিক তার কাছে জানতে চান, ‘আপনার আইনজীবী বলেছেন, আপনি কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন? আপনার বক্তব্য কী?’ তখন ইনু হাসতে হাসতে বলেন, ‘যে লাউ, সেই কদু।’ এরপর সাংবাদিক পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি লাউ নাকি কদুর পক্ষে?’ ইনু আবার হাসতে হাসতে বলেন, ‘আমি লাউ-কদু দুটিরই বিপক্ষে।’

মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় গত ৬ নভেম্বর তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১৫০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ভারতের ভিসা নিয়ে জটিলতায় পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা

বিড়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আরেক বিশ্বনেতাকে অপহরণ করতে পারে যুক্তরাষ্ট্র, বললেন মেদভেদভ

অপহৃত এনসিপি কর্মী উদ্ধার

ভেনেজুয়েলায় যেতে প্রস্তুতি নিচ্ছে শীর্ষ তেল কোম্পানি

খালেদা জিয়ার আদর্শই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা : তুলি

এখন থেকে আইপিএলে নাম দেওয়ার আগে ভাববেন সাকিব

নির্বাচনকে ঘিরে অপতথ্য ও গুজব রোধে সবাইকে সতর্ক থাকতে হবে : ইসি সানাউল্লাহ

সাপ পাশে রেখে আগুন পোহানোর ভিডিও ভাইরাল

সুনির্দিষ্ট তথ্য পেলে সারজিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

১০

রাজশাহী শহরকে আরও সুন্দর-নিরাপদ করতে চাই : বিভাগীয় কমিশনার

১১

‘আচরণবিধি লঙ্ঘন’: টাঙ্গাইলে বিএনপি প্রার্থী আযম খানকে শোকজ

১২

স্বামীর সঙ্গে তর্কের জেরে বাসচালককে পেটানোর অভিযোগ এএসপির বিরুদ্ধে

১৩

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

১৪

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

১৫

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

১৭

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

১৮

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

১৯

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

২০
X