কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপনে সুপ্রিমকোর্টের চিঠি

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপে দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপনের কথা বলা হয়েছিল। এরই অংশ হিসেবে দ্রুত মামলার নিষ্পত্তি এবং সুষ্ঠু বিচার নিশ্চিতকরণের লক্ষ্যে দেওয়ানি ও ফৌজাদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির পদক্ষেপ নিতে সোমবার (২১ এপ্রিল) আইন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত ওই পত্রে, জেলা জজশিপ ও সেশনস ডিভিশন পৃথককরণ এবং সংশ্লিষ্ট জজশিপ ও সেশনস ডিভিশনের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে প্রয়োজনীয় সংখ্যক পদ সৃজনের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

এর আগে, দায়িত্ব গ্রহণের পর পরই প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করণের লক্ষ্যে গত বছরের ২১ সেপ্টেম্বর রোডম্যাপ ঘোষণা করেন। ওই ঘোষিত রোডম্যাপে প্রধান বিচারপতি উল্লেখ করেছিলেন, ‘দেওয়ানি ও ফৌজদারি এখতিয়ার অনুসারে পৃথক আদালত স্থাপন করা প্রয়োজন। যুগ্ম জেলা জজ হতে জেলা জজ পর্যন্ত এ সংস্কার আনতে হবে।’ প্রধান বিচারপতির ওই ঘোষণা কার্যকর করার জন্যই মূলত এই চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচার্য বিষয়, এজলাসের ধরন ও সাক্ষীর প্রকৃতি ভিন্ন। যার ফলে এ ধরনের মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বিচারকের গভীর মনোনিবেশ প্রয়োজন হয়। তথাপি, ব্যাংলাদেশের অধস্তন আদালতসমূহে বর্তমানে যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ দেওয়ানি আপিল, দেওয়ানি রিভিশন, ফৌজদারি আপিল, ফৌজদারি রিভিশন এর পাশাপাশি বিভিন্ন বিশেষ আদালত ও ট্রাইব্যুনালের বিচারক হিসেবে মামলা পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর ফলে বিচারকের সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রত্যাশিত মামলা নিষ্পত্তি কার সম্ভব হচ্ছে না। যার ফলে মামলা জট ও দীর্ঘসূত্রিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষত দেওয়ানি মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হচ্ছে। এ জন্য পৃথক এখতিয়ার প্রয়োগের সুবিধার্থে এবং মামলা জট নিরসনের নিমিত্ত বিচার বিভাগের সাংগঠনিক কাঠামো পরিবর্তন করে পৃথক আদালত স্থাপন ও প্রয়োজনীয় সংখ্যক পদ সৃজন করার প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা গ্রুপে চাকরির সুযোগ

ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওয়ং, শত শত ফ্লাইট বাতিল

জাতীয় দলের তারকা ক্রিকেটারকে দলে ভেড়াল চট্টগ্রাম রয়্যালস

খাবার খেয়ে ঘুমাতে যায় আরশি, বোন এসে দেখে নিথর দেহ

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার খবর কী

যুক্তরাষ্ট্র সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

হাসপাতালে নবজাতকসহ চিরকুট, সহায়তায় ‘নিপীড়িত নারী ও শিশু আইনি এবং স্বাস্থ্য সহায়তা সেল’

গৌরী খানের পরামর্শেই বদলে যায় অমৃতার ভাগ্য

মেসির জোড়া গোল আর অ্যাসিস্টে সেমিফাইনালে মায়ামি

মিশরের মরুভূমিতে মিলল গ্যাসের খনি, মজুত কত?

১০

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ ও জাপার ৫৬ ইউপি সদস্য

১১

এতিম ভাইবোনের দায়িত্ব নিলেন তারেক রহমান

১২

কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

১৩

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে

১৪

রাজনীতি থেকে অভিনয়ে ফিরলেন সায়নী ঘোষ

১৫

সীমান্তে জালনোটসহ গ্রেপ্তার ১

১৬

দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৭

তানজানিয়ায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার

১৮

১৬ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

১৯

সোনারঙে চন্দ্রপ্রভা বিলাচ্ছে মুগ্ধতা

২০
X