কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:১৯ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আত্মসমর্পণ করেছেন : আইনজীবী

ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। ছবি : সংগৃহীত
ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেছেন, সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে সেনা হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বলেন, গত ৮ অক্টোবর তিনটি মামলায় ট্রাইব্যুনালে তিনটি আদেশ জারি হয়। এই মামলাগুলোতে সাবেক ও বর্তমান সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে সেনা কর্তৃপক্ষ তাদের এটাচ (হেফাজতে নেওয়া) করে, অর্থাৎ সেনা সদরের হেফাজতে রাখা হয়। আজ ওই তিনটি মামলার নির্ধারিত তারিখ ছিল।

তিনি বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত আমাদের ওকালতনামা স্বাক্ষর করার অনুমতি দিয়েছেন। আমরা তিনটি আবেদন দাখিল করেছি, যেগুলোর শুনানি পরবর্তী তারিখে হবে। এর মধ্যে একটি আবেদন ছিল জামিনের, প্রিভিলেজ কমিউনিকেশন এবং তাদের সাবজেলে রাখা সংক্রান্ত।

সাবজেল বিষয়ে তিনি বলেন, এটি দেখবেন জেল কর্তৃপক্ষ। যারা পলাতক রয়েছেন, তাদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের একটি নির্দিষ্ট তারিখ রয়েছে। শুনানির জন্য নির্ধারিত তারিখ ২০ নভেম্বর। বর্তমানে তাদের সেনানিবাসে ঘোষিত সাবজেলে রাখা হবে।

ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আরও বলেন, টেকনিক্যালি প্রসিকিউশন গ্রেপ্তার নির্দেশ দিয়েছে, তবে আমরা এটিকে আত্মসমর্পণ বলে অভিহিত করি। কারণ তারা আজ সকালে স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়েছেন; পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। প্রশাসনিক সুবিধার কারণে তাদের একটি গাড়িতে আনা হয়েছে, এবং নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধার জন্য এই ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করেছেন।

এদিন সকাল ৮টার পর তিন মামলার ওপর শুনানি হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আদালতে হাজির হওয়া ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যেসব সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে. এম. আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন এবং কর্নেল আনোয়ার লতিফ খান (বর্তমানে অবসরকালীন ছুটিতে)। এ ছাড়া র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলমকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টারে দুর্ঘটনা, ভিডিও প্রকাশ

সালমান শাহর হত্যা মামলার যত নম্বর আসামি ডন

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ দিলেন নারী উদ্যোক্তা

এ সরকারের অধীনে সততা-নিষ্ঠা দেখানোর সুযোগ: ইসি আনোয়ারুল

ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পদ্ধতি জানালেন পরিবহন উপদেষ্টা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে বিজ্ঞাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পাড়ে পড়ে ছিল জুতা-মোবাইল, পুকুরে ভাসছিল মরদেহ

১০

আসল বন্দুককে খেলনা ভেবে গুলি, পঙ্গু হলেন প্রবাসী

১১

ব্রহ্মপুত্র খননের আড়ালে কৃষিজমি ধ্বংস

১২

বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা নিয়েই কাজ করছে : আইন উপদেষ্টা

১৩

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হলেন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী

১৪

মোবাইলে ডেটা খরচ কমানোর ১০ সেরা টিপস ও ট্রিকস

১৫

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৬

প্রবাসীদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্তের তারিখ জানালেন ইসি

১৭

তারিখ চূড়ান্ত, শর্ত মানলেই ভারতকে ট্রফি তুলে দেবেন নাকভি

১৮

সেই এনায়েত ফের ৫ দিনের রিমান্ডে

১৯

পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গের ৯ রোগী

২০
X