রাজধানীর বনানী থানার অর্থ পাচার আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের সব সম্পত্তি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২১ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে চারজনকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।
দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া আসামিরা হলেন মো. মঞ্জুর আলম শিকদার, সাদিয়া চৌধুরী, আবুল কাশেম এবং মোটরসাইকেল সরবরাহকারক মো. আল মামুন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মনিরুজ্জামান দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পত্তি জব্দের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
মন্তব্য করুন