গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে কেন নিবন্ধন দেওয়া হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া কর্তৃক দায়েরকৃত এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (১১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম কামরুল কাদের এবং খিজির হায়াত এই রুল জারি করেন।
রিটকারী আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটটি শুনানিকালে বলেন, ২০০৮ সালের রাজনৈতিক নিবন্ধন বিধিমালা ৭ এর উপবিধি ৬ অনুযায়ী নির্বাচন কমিশন চলতি বছরের ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নামঞ্জুরের বিরুদ্ধে ড. রেজা কিবরিয়া এই রিটটি দায়ের করেছিলেন।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি শেখ সাইফুজ্জামান। ওই রিটে বিবাদীরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার, সচিব, নির্বাচন কমিশন এবং সিনিয়র সহকারী সচিব নির্বাচন কমিশন, চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট নির্দেশ প্রদান করেন।
মন্তব্য করুন