কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকের বাসা থেকে লাশ হয়ে ফিরলেন প্রেমিকা

মিরপুর মডেল থানা। ছবি : কালবেলা
মিরপুর মডেল থানা। ছবি : কালবেলা

পড়াশোনা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হয় ঢাকা সেন্ট্রাল ওমেনস কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী ফারজানা নাসরিনের। এ নিয়ে ৮ মাস আগে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান ফারজানা। এরপর মিরপুরে প্রেমিকের বাসায় উঠলে ৮ মাস পরে সেখান থেকে লাশ হয়ে ফেরেন তিনি।

ফারজানাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলায় তার প্রেমিক তানজিদ জোবায়ের ফাহিমকে গ্রেপ্তার করে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রিমান্ড শেষে ফাহিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক পলাশ খান।

এ সময় আসামির জামিন চান তার পক্ষের আইনজীবী। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ভুক্তভোগীর ভাই নওশেদ আহম্মেদ বাদী হয়ে মিরপুর মডেল থানায় ফাহিমকে আসামি করে হত্যা মামলা করেন।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, গত বছরের ২৮ মে আমার বোন ফারজানা ইয়াসমিন আমাদের কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও যখন আমার ছোট বোন বাসায় ফিরে আসে না, তখন আমাদের সন্দেহ হয় সে কোনো সম্পর্কে জড়িয়েছে অথবা সম্পর্ক করে কাউকে বিয়ে করেছে।

এরপর গত ২ ফেব্রুয়ারি বিকেল অনুমান সাড়ে ৪টার দিকে একজন অজ্ঞাতনামা ব্যক্তি আমার মেঝ বোন সাজিয়া সুলতানার ইমু নম্বরে ফোন করে জানায়, সে আমার ছোট বোন ফারজানা নাসরিনকে ২/১ দিনের মধ্যে আমাদের বাসায় নিয়ে আসবে। আমরা অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে ফোন কেটে দেয়।

এরপর ওইদিনই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুনরায় অজ্ঞাত ব্যক্তি আমার মেঝ বোনের ওই ইমু নম্বরে কল করে জানান, আমার ছোট বোন ফারজানা নাসরিন মৃত্যুবরণ করেছে। তখন আমার মেঝ বোন বিষয়টি আমাকে জানায়।

আমি অজ্ঞাত ব্যক্তির প্রদানকৃত মোবাইল নম্বরে ফোন করে নাম জিজ্ঞাসা করলে তার নাম ফাহিম বলে প্রকাশ করেন। এরপর মিরপুর ৬০ ফিট ছাপড়া মসজিদের নিকট এসে তাকে ফোন করতে বলেন। আমি তাৎক্ষণিকভাবে আমার সঙ্গীয় আপন মামাকে সঙ্গে নিয়ে মিরপুর মডেল থানায় এসে ঘটনার বিস্তারিত বিবরণ দেই।

মিরপুর মডেল থানা পুলিশ এবং সিআইডি ক্রাইমসিন ইউনিট তাৎক্ষণিকভাবে আমাকে সাথে নিয়ে মিরপুর মডেল থানাধীন উত্তর পীরেরবাগ ৩/৮, ৬০ ফিট রোডস্থ আসামি তানজিদ জোবায়ের ফাহিমের ভবনের ৫ম তলায় একটি কক্ষে গিয়ে দেখি আমার ছোট বোন ফারজানা নাসরিনে মৃতদেহ ঘরের মেঝেতে তোষকের উপর শোয়ানো অবস্থায় পড়ে আছে।

এতে আরও বলা হয়, আমাদের ধারণা গত ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে যে কোনো সময় ১নং আসামি তানজিদ জোবায়ের ফাহিমসহ অজ্ঞাতনামা তিন-চারজন আসামি পূর্বপরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে আমার ছোট বোন ফারজানা নাসরিনকে দীর্ঘদিন ঘটনাস্থলে আটক রেখে অসামাজিক কার্যকলাপ করে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

মারা গেলেন বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার

কারিতাস বাংলাদেশে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার

১০

ক্লাব ব্যস্ততা শেষ করে হংকং ম্যাচ খেলতে ঢাকায় হামজা

১১

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি

১২

খালে কুমির আতঙ্ক, পানিতে নামতেই ভয় স্থানীয়দের

১৩

হত্যা মামলায় দীপু মনি রিমান্ডে 

১৪

বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘কান্তারা টু’

১৫

কনমেবল লিগা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট / চরম নাটকীয় ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

১৬

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত মঙ্গলবার

১৭

সবচেয়ে বড় বিচারক জনগণ, আ.লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

১৮

মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

১৯

জামায়াতের বিষয়ে যা বললেন তারেক রহমান

২০
X