প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে আবু হানিফ তুষার ওরফে হানিফ মিয়াকে বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
র্যাব জানিয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিকটাত্মীয় হিসেবে মিথ্যা পরিচয় ও সুসম্পর্কের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও পদোন্নতি, সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়াসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অংকের অর্থ আত্মসাৎ করেছেন হানিফ। তার প্রতারণার বিষয়ে জানাতে বুধবার সংবাদ সম্মেলন করবে র্যাব।
মন্তব্য করুন