বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সোমবার থেকে পাঠদান শুরু হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোববার (১১ আগস্ট) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, সোমবার (১২ আগস্ট) থেকে যথারীতি পাঠদান শুরু হবে। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ সিদ্ধান্ত অনুসারে সব কার্যক্রম ও পরীক্ষা নিতে পারবে।
তিনি আরও বলেন, সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে খুবই আন্তরিকতায় এ ধরনের সিদ্ধান্ত নেন উপাচার্য। তাদের দাবি ছিল, সব ধরনের রাজনীতি নিষিদ্ধ। সভার সবাই এ দাবিকে স্বাগত জানান।
এর আগে ৭ আগস্ট বেলা ১১টায় উপাচার্যের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব ডিন, চেয়ারম্যান, প্রভোস্ট (হাউস টিউটর), প্রক্টর, ছাত্র উপদেষ্টা, দপ্তর প্রধান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সব সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিস্তারিত আলোচনা শেষে লিখিত কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নির্দেশনাগুলো হলো- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের ও বিভিন্ন বিভাগের ক্লাস প্রতিনিধির সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বসে আলোচনার মাধ্যমে ক্লাস শুরুর তারিখ ও পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। সেশনজট দূরীকরণার্থে স্ব স্ব বিভাগের শিক্ষকরা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
মন্তব্য করুন