টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রলীগের নেতাদের কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মদের বোতল ও যৌন উত্তেজক বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক ছাত্র হলের কক্ষগুলোতে অভিযান চালান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, এদিন দুপুর ১২টার দিকে ছাত্রলীগের রুমগুলোতে অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগ এনে তল্লাশি অভিযানের অনুমতি চান হল প্রভোস্টদের কাছে; কিন্তু প্রভোস্ট লিখিত অনুমতিপত্র চাইলে তার সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে অন্য শিক্ষকদের মধ্যস্থতায় প্রভোস্টসহ সাধারণ শিক্ষার্থীরা এই তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল, শেখ রাসেল হল, শহীদ জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অভিযান পরিচালনা করেন।
তল্লাশি অভিযানে ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্য নেতাকর্মীদের রুম থেকে দেশি অস্ত্র, ছুরি, হাতুড়ি, কাটার প্লাস, হকিস্টিক, মদের বোতল, কনডম, যৌন উত্তেজক ও জন্মনিরোধক সামগ্রী, টেন্ডারের কাগজপত্র, চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত উদ্ধার করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ হোসেন তালুকদার মোবাইল ফোনে কোনো মন্তব্য করতে চাননি।
মন্তব্য করুন