ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিচার ও ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি

ঢাকা বিশ্ববিদালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

শেখ হাসিনাসহ ছাত্র আন্দোলনে গুম-খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিচার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের দখলদারিত্বের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিল নিয়ে শত শত শিক্ষার্থী জড়ো হতে থাকেন। এসময় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী-জনতা হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি এবং শেখ হাসিনাকে পুনর্বাসন চেষ্টাকারীদের হুঁশিয়ার করেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা উপদেষ্টাদের মনে করে দিতে চাই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন। আপনারা বক্তব্য দেওয়ার আগে ৫ আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন। খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই, আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি। ঠিক একইভাবে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না।

তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ছিল এবং থাকবে। এই অভ্যুত্থানে গণমাধ্যমেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে। কিন্তু কিছু গণমাধ্যম হাসিনাকে পুর্নবাসন করতে চায়। ছাত্র-জনতা তাকে কোনোভাবেই হতে দেবে না। আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইবুনালের মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে হাসনাত বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল। সেই দখলদারত্বের রাজনীতির পুনর্বাসন করতে দেওয়া হবে না।

আরেক সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা আজকে আপনাদের কিছু বিষয়ে সতর্ক করতে এসেছি। আমরা ৫ আগস্ট দেশ থেকে স্বৈরাচার তাড়ানোর পর ছয় তারিখ থেকে কিছু কুচক্রী মহল ক্যু করার চেষ্টা করছিল। আমরা ছাত্র-জানতা তা দমন করি; এরপর সর্বশেষ বিচার বিভাগীয় ক্যু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছি। আমাদের বিপ্লবকে নস্যাৎ করতে এখনো একটি মহল ক্যু করার ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র-জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সব ষড়যন্ত্রকে রুখে দিব। আওয়ামী লীগ পরাজিত শক্তি নানা কুটকৌশল আঁকছে, আমরা ছাত্র-জনতা কোনোভাবে পনের আগস্টের ক্যু করার পরিকল্পনা সফল হতে দিব না।

আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী সরকারের প্রেতাত্মারা এখনো সক্রিয়। ভারতীয় দালালদের সব ষড়যন্ত্র ও প্রতিবিপ্লব রুখে দিতে হবে। বিপ্লবকে সুসংহত ও রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করার আগে ছাত্র-জনতা রাজপথ ছাড়ছে না।

সহসমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। এদেশের ধর্ম, বর্ণ, বাম, ডান এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে গণমানুষের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে। আমাদের আন্দোলন ছিল ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করা। আমাদের চূড়ান্ত বিজয় এখনো অর্জিত হয়নি। দেশে-বিদেশে চক্রান্তকারীরা আমাদের আন্দোলনকে নস্যাৎ করতে অপচেষ্টা চালাচ্ছে তাদের সমূলে উৎখাত করতে হবে। এখনই বিজয় উল্লাসে না মেতে, চূড়ান্ত বিজয় অর্জনে রাজপথে সরব ভূমিকা পালন করতে হবে। সংগ্রাম চলবেই এবং চূড়ান্ত বিজয় আসবেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংখ্যালঘু সম্মেলন হয়নি, কারণ জানাল পুলিশ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছে : মাওলানা হালিম

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

১০

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

১১

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

১২

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

১৩

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৪

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

১৫

এশিয়া কাপের আগে বড় ঝামেলায় ভারত

১৬

গবেষণা / পুরুষদের তুলনায় নারীদের বেশি ঘুমের প্রয়োজন, জেনে নিন কেন

১৭

৪০ কোটি টাকায় দেড়শ বছরের সিআরবি ভবন সংস্কারের উদ্যোগ

১৮

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

১৯

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

২০
X