একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন ফি বাতিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ। সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এ ফি বাতিল করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
রোববার (১৮ আগস্ট) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, তিন কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রাদি পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সরবরাহ করবে। পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে জনবল সংকট নিরসনে চারজন কর্মকর্তাকে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবর্তনে উন্নতমানের সনদ ছাপানো হয়েছে। এ ছাড়া মাদকমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা হয়েছে ববিকে।
গত শনিবার ছুটির দিনে শিক্ষার্থীরা ২২ দফা দাবি দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। সেখানে কয়েকটি দাবি মেনে অন্য দাবিগুলো শিগগিরই পূরণের লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করার কথা জানানো হয়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামগ্রিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য ও প্রক্টর।
মন্তব্য করুন