চবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘মেরে হলেও ভাড়া নিব’ চবি শিক্ষার্থীকে বাসের হেলপার

হেলপারের হেনস্তার প্রতিবাদে ভুক্তভোগী শিক্ষার্থীর মানববন্ধন। ছবি : কালবেলা
হেলপারের হেনস্তার প্রতিবাদে ভুক্তভোগী শিক্ষার্থীর মানববন্ধন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেট থেকে মুরাদপুর যাওয়ার পথে বাসের হেলপার হেনস্থার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মফিজুল আলম। অযৌক্তিক ভাড়া দিতে অস্বীকার জানালে বাসের হেলপার ‘মেরে হলেও ভাড়া নিবো’ বলে শিক্ষার্থীকে মারতে উদ্যত হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে ঘটনার প্রতিবাদে জানিয়ে থানায় করা জিডিসহ ৬ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন ভুক্তভোগীসহ তার বন্ধুরা।

৬ দফা দাবিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে, যাত্রী হেনস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, ভাড়ার তালিকা ও নিয়মাবলী সঠিকভাবে প্রদর্শন করতে হবে, শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে হাফ পাস দিতে হবে, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, অবৈধ সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

ভুক্তভোগী শিক্ষার্থী মফিজুল আলম বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে মুরাদপুর যাওয়ার জন্য ৩ নম্বর বাসে উঠি। বাসে উঠার পর ফতেয়াবাদ পার হলে বাসের হেলপার আমার কাছে ভাড়া নিতে এলে আমি যৌক্তিক ১৫ টাকা দেই। কিন্তু সে এ ভাড়া নিতে অস্বীকৃতি জানিয়ে ২০ টাকা দাবি করলে আমি দিতে অস্বীকৃতি জানাই। তারপর সে কিছুক্ষণ পর আবার আমার ওপর চড়াও হয়ে অযৌক্তিক ভাড়া দাবি করে।

তিনি বলেন, আমি বাসের হেলপারকে ভাড়ার চার্ট দেখাতে বললে সে তা দেখাতে পারেনি। তখন সে ‘মেরে হলেও ভাড়া নিব’ বলে আমাকে মারতে উদ্যত হয়। এরপর আমি বাসটিকে মুরাদপুর পুলিশবক্সে দাঁড় করিয়ে পুলিশদের ঘটনা বলি। তারা বাসের কাগজপত্র চেক করে। আমি পাঁচলাইশ থানায় জিডি করি। আমরা জিডির কপিসহ আমাদের ৬ দফা দাবির স্মারকলিপি প্রক্টর স্যারের কাছে জমা দিয়েছি।

অভিযুক্ত বাসের চালক আনিস উদ্দিন বলেন, হেলপারের সঙ্গে শিক্ষার্থীদের একটু কথাকাটাকাটি হয়েছে। মূলত এটা হেলপারের ভুল ছিল। সে তো অশিক্ষিত লোক কীভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আমি তার হয়ে ওদের কাছে ক্ষমা চেয়েছি। হেলপার শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করতে পারে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, স্মারকলিপি আমরা হাতে পেয়েছি। ৩ নম্বর বাস মালিক সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারিকে পাওয়া যাচ্ছে না। শিগগির আমরা এ বিষয়টির সুরাহা করার চেষ্টা করব। এ ছাড়া সারা দেশে মেট্রোপলিটন এলাকায় শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়েও মিটিং করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপ্লায়েন্স বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ধর্ষণচেষ্টার অভিযোগে কওমি মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

সৌদির সঙ্গে ঘেঁষতে চায় লেবাননের ইরানপন্থি গোষ্ঠী

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

১০

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

১১

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

১২

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

১৩

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

১৪

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

১৫

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১৬

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১৭

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১৮

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৯

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

২০
X