ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হলে গিয়ে শিক্ষার্থীদের ঘুম থেকে তুলে খোঁজ নিলেন ঢাবি ভিসি

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা
ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে গত ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমদ খান নিযুক্ত হন। উপাচার্য হওয়ার পর থেকে এ পর্যন্ত সব হলের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন, সর্বস্তরের শিক্ষার্থীদের দাবি-দাওয়া শুনে তা সমাধানের আশ্বাস দেওয়া এবং ইনফর্মাল পোশাকে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে খোঁজ-খবর নেওয়াসহ নানা ইতিবাচক কর্মকাণ্ডের কারণে বারবারই আলোচিত হচ্ছেন তিনি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সাধারণ পোশাকে শিক্ষার্থীদের কক্ষে গিয়ে খোঁজখবর নিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি।

এ বিষয়ে ওই হলের শিক্ষার্থী মো. মোক্তাদির দস্তগীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস (সৌরভ নামে আরেক শিক্ষার্থীর লেখা) দেন।

এতে তিনি লেখেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসির সকালের কর্মকাণ্ড! রুমের মধ্যে তৈরি হচ্ছি, সকালবেলা ক্লাসে যাব। হঠাৎ একজন বললো আপনারা কি ফ্রী আছেন? স্যার এসেছেন। হ্যাঁ নিশ্চয়ই! সেকি! স্বয়ং ভিসি স্যার হাজির। কেমন আছো বাবা? তোমরা সবাই ডেক্স, বেড পেয়েছো তো? কোনো সমস্যা নেই তো বাবা! স্যার আমরা ঠিকঠাক। এমন ভিসিই কি চেয়েছিলাম, যিনি ঘুম ভাঙতেই এসে হাজির হবেন খোঁজ নিতে?’

নুরুল হুদা নামে জহুরুল হক হলের আরেক শিক্ষার্থী বলেন, ‘ভিসি স্যার আমার রুমের দরজায়ও নক করেছিলেন। কিন্তু ঘুমে থাকায় বুঝতে পারিনি।’

এই ঘটনার প্রেক্ষিতে আকাঙ্ক্ষা প্রকাশ করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’ নামক ফেসবুক গ্রুপে সুর্মী চাকমা নামে এক শিক্ষার্থী বলেন, ‘আই উইশ, ভিসি স্যার যদি অনাবাসিক শিক্ষার্থীদের এসে জিজ্ঞেস করতেন, মা, বাইরে থাকার আর্থিক সামর্থ্য আছে? দূর থেকে ক্যাম্পাসে আসা-যাওয়া করতে হয়, অনেক বেশি রিকশা ভাড়া তাই না? টাকা-পয়সা দ্রুত ফুরিয়ে যাচ্ছে না? রাস্তাঘাটে হ্যারাসড হতে হয় তোমাদের মেয়েদের, খুব ভয়ে থাকি মা তোমাদের নিরাপত্তার জন্য। রান্না করে খেতে কষ্ট হয় তাই না? তুমি তো রান্নাবান্না খুব ভালো করতেও পার না। তোমাকে তো আবার বাজারও করতে হয়। এসবের পর পড়াশোনা করার সময় পাও তো? অনাবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করলে কেমন হয় বলো তো? এট লিস্ট তোমাদের বাসা ভাড়ার টাকাটা তো বাঁচবে।’

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সকালে আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) ইনফরমাল টি-শার্ট পরে ইনস্টিটিউটটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থেকেও একজন অধ্যাপকের এমন আচার-আচরণে মুগ্ধ হন সাধারণ শিক্ষার্থীরা।

ওই ঘটনার সাক্ষী ছিলেন জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী তাহমিদা আকবর।

নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘আইএমএলে নিচতলার টেবিলে বসে হোমওয়ার্ক করছিলাম। হঠাৎ একজন বয়স্ক ধরনের মানুষ এলেন। খুবই ইনফরমাল টি-শার্ট পরিহিত। মাথায় ক্যাপ ছিল। দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে নিচতলায় এদিক সেদিক দেখে নিলেন। মনে হবে জগিং করতে বের হয়েছেন। ভাষা ইনস্টিটিউট হওয়ায় সব বয়সের মানুষকেই এখানে দেখা যায়। এই সিনারিও তেমন অস্বাভাবিক না। একটু পরে, তিনি হঠাৎ করে আমাদের টেবিলের সামনে এসে বললেন, (কিছু একটা সম্বোধন করেছিলেন, ঠিক মনে নেই) ‘তোমরা কেমন আছ?’ (আমি ভেবেছিলাম উনি হয়তো ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পর্কে জানতে চাইবেন) এর মধ্যেই উনি বলে ফেললেন, ‘আমি নিয়াজ আহমেদ, ভাইস চ্যান্সেলর। (সবাই দাঁড়িয়ে সালাম দিলাম) তোমরা বসো, বসো। আমি আসলে জানতে এসেছি তোমরা কোন ব্যাচের। তোমাদের ক্লাস শুরু হয়েছে তো? ইনস্টিটিউটের ইন্টারনাল অনেক সমস্যা থাকতে পারে, সেগুলো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাদের তো ক্লাস শুরু করতে হবে। তোমরা সবাইকে ক্লাসে আসতে বলবা। ক্লাস শুরু না করলে তো হবে না। তোমাদের গতকাল ক্লাস হয়েছে? এর আগের দিন হয়েছে?’ শেষে বললেন, ‘তোমরা সবাই ভালো থেক।’

তাহমিদা আরও লেখেন, ‘উনি পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা একজন স্টুডেন্ট ও বুঝতে পারিনি উনি কে। ভাইস চ্যান্সেলর হচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকের পদ, গুরুদায়িত্বের পদ। সর্বোচ্চ সম্মানের পদও বটে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও স্যার এত সাধারণভাবে এসে আমাদের খোঁজ নিলেন, এই দৃশ্যটাকে আমি রিলেট করেছি একজন ন্যায়পরায়ণ, দায়িত্ববান শাসকের সাথে, যিনি ছদ্মবেশে তার জনগণের খোঁজ নেন। এটা যদিও স্বাভাবিক একটা দৃশ্য হওয়ার কথা ছিল, কিন্তু বিগত দিনগুলোতে এই পদের যে অপব্যবহার আমরা দেখেছি, সে হিসেব করলে, এটা অস্বাভাবিকই মনে হয়। আমি অনেক ইমপ্রেসড।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু

ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসক

হাদি যাচ্ছিলেন রিকশায়, গুলি করা হয় মোটরসাইকেল থেকে

ওসমান হাদি গুলিবিদ্ধ : সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা অশনিসংকেত : আসিফ মাহমুদ

ইসলামে মানব হত্যার ভয়াবহ শাস্তি

হাদি গুলিবিদ্ধ, যা বললেন রাকিব-নাসির

হাদিকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মির্জা আব্বাস-রিজভী

হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ওসমান হাদি গুলিবিদ্ধের পর যা বললেন মাহফুজ আলম

১০

ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু, পালালেন চিকিৎসক

১১

ওসমান হাদি গুলিবিদ্ধ, দোয়া চাইলেন সারজিস

১২

ব্রেস্ট ক্যানসারের চিকিৎসায় ভ্যাকসিন, বিজ্ঞানীদের অবিশ্বাস্য সাফল্য

১৩

নিজ দায়িত্বে ব্যানার ফেস্টুন অপসারণ করলেন হান্নান মাসউদ

১৪

হাদির গুলিবিদ্ধের ঘটনায় যা বললেন মির্জা ফখরুল

১৫

ওসমান হাদি এখন কোমায় আছেন : চিকিৎসক

১৬

ঢাকায় আতিফ আসলামের কনসার্টও স্থগিত

১৭

রিকশাচালককে জবাই করে হত্যা

১৮

ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়

১৯

ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন জামায়াত আমির

২০
X