জবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে সক্রিয় ৩ হত্যা মামলার আসামি জবি ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম ফরাজী

ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজি। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজি। ছবি : কালবেলা

ফেসবুকে সক্রিয় তিন হত্যা মামলার আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি। ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও হঠাৎ ফেসবুকে সক্রিয় দেখা যাচ্ছে তাকে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) তার ফেসবুক একাউন্ট সক্রিয় দেখা যায় এবং একদিন আগে প্রোফাইলের ছবিও পরিবর্তন করেন তিনি। এ ছাড়াও বিভিন্ন পেজ ও আইডিতে গিয়ে কমেন্ট করতে দেখা যায়। তবে হত্যা মামলার আসামি হয়েও ধরা ছোঁয়ার বাইরে এই ছাত্রলীগ নেতা।

সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবং পুরান ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যাসহ নানা ধরনের নির্যাতনে সক্রিয় অংশগ্রহণসহ নির্দেশদাতা হিসেবে ভূমিকা রাখেন জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী। সরকার পতনের পর গত ২০ আগস্ট কবি নজরুল ইসলাম কলেজের ছাত্র ওমর ফারুকের হত্যা মামলার আসামি করে মামলা করেন কলেজছাত্রের মা কুলছুমা আক্তার।

পরদিন ২১ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় এলেম আল ফায়দি নামে শিক্ষানবিশ এক টেকনিশিয়ান গুলি করে হত্যার অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে বাদী হয়ে সামসুল আরেফিন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষার্থী সূত্রাপুর থানায় দায়ের করেন। সানসুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন। এরপর ১৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানা এলাকায় মনিরুল ইসলাম অপু হত্যা মামলায় রবিউল ইসলাম শাওন নামে একজন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা হয় ইব্রাহিমের বিরুদ্ধে।

তবে, তিন হত্যা মামলার আসামি জবি ছাত্রলীগের সভাপতির ফেসবুক আইডির মাধ্যমে সক্রিয় হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ভেতরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এ বিষয়ে অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, নতুন স্বাধীন দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকারী এভাবে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়া এবং আটক না হওয়া স্বাধীন চেতাদের জন্য আতঙ্ক। এবং শহীদদের জন্য অপমানকর। দ্রুত এই কুলাঙ্গারের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এই বিষয়ে হত্যা মামলার বাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন বলেন, ফ্যাসিস্টদের দোসররা বিভিন্ন অপকর্মের মাধ্যমে নিজেদের জানান দেওয়ার চেষ্টা করছে, গণঅভ্যুত্থানের সুফল বাংলাদেশের ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে এদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাইফুল ইসলাম মামলার বিষয়ে বলেন, মামলা যাচাইয়ের কাজ চলছে যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমরা তো আসামির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত নাই। আসামিদের বিষয়ে তথ্য দিয়ে সাহায্য করলে আমরা তাকে গ্রেপ্তার করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতে গুড়ের চা স্বাস্থ্যকর তো!

দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন সাবেক অধিনায়ক

স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর 

ভোর ৫টা না সকাল ৭টা, কখন ঘুম থেকে ওঠা সবচেয়ে ভালো

বিশ্বে কয়লার চাহিদা রেকর্ডে পৌঁছাতে পারে : আইইএ

৩ কোটি টাকার ট্রলিং জালসহ ১৬ জেলে আটক

বাংলাদেশ যেন আবারও ফ্যাসিবাদের পরিচিতি না পায় : মঈন খান

ফরিদপুর-৪ আসনে বিনামূল্যে চোখের ছানি অপারেশন, ঢাকায় পাঠানো হলো ২৪ রোগী

পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

অটোরিকশা থেকে ছিটকে গাছে ধাক্কা, স্কুলশিক্ষক নিহত 

১০

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত

১১

বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে : এ্যানি

১২

শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা বন্ধের নির্দেশনা হাইকোর্টের

১৩

বিএনপি সরকারে গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে : অমিত

১৪

ফিফার বর্ষসেরা একাদশ প্রকাশ, আছেন যারা

১৫

আমানতকারীদের টাকা ফেরতের বিষয়ে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

১৬

পুরান ঢাকায় ভয়াবহ আগুন

১৭

মুখে দুর্গন্ধে অস্বস্তিতে সহজ ঘরোয়া সমাধান

১৮

কেন গুলি করা হলো বিএনপি নেতাকে 

১৯

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

২০
X