খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সংগীতানুষ্ঠানে ধূমপানের জন্য বুথ খোলার আবেদন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের মাঠ প্রাঙ্গণে সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান চলাকালে মাঠে তামাকজাতীয় পণ্য ক্রয়-বিক্রয়ে ও ধূমপানের জন্য ৬টি বুথ খোলার অনুমতি চাওয়া হয়েছে আবেদনে। অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধূমপানের জন্য সংগীতানুষ্ঠানে বুথ খোলার অনুমতি দিতে নারাজ। পরে ‘স্ন্যাকস’ জাতীয় পণ্য বিক্রয় ও ‘রিফ্রেশমেন্ট বুথ’ হিসেবে ৪টি বুথ তৈরি করে তারা।

কিন্তু কী হবে এ বুথগুলোতে? এসব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

ঢাকা ব্রডকাস্টের উদ্যোগে শুক্রবার (৮ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ সংগীতানুষ্ঠান।

ঢাকা ব্রডকাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রুদান আল আমিন স্বাক্ষরিত একটি আবেদন গত ৩ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক বরাবর জমা দেওয়া হয়।

ওই আবেদনে ৮টি দাবি উত্থাপন করা হয়। এরমধ্যে সংগীতানুষ্ঠান প্রাঙ্গণে তামাকজাতীয় পণ্য-বিক্রয় ও ধূমপানের জন্য অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কর্তৃক নির্দিষ্ট ৬টি অস্থায়ী বুথ নির্মাণের বিষয়টি ছিল। অবেদনপত্রটি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের স্বাক্ষরে অনুমতি পায়।

কিন্তু পরে আবেদনপত্রে ‘সই’ করা প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম কালবেলাকে বলেন, আবেদনপত্রটি প্রথমে পেয়ে অনুমোদন দিয়েছিলাম। পরে ৬ নম্বর পয়েন্টটি দেখে বৃহস্পতিবার রাতেই ফোন করে পয়েন্টটি বাতিল করা হয়েছে। এ ধরনের কোনো কার্যক্রম চলার সুযোগ নেই।

আয়োজক কমিটির সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, বুথে কোনো ধূমপান হবে না। এখানে স্ন্যাকস জাতীয় পণ্য বিক্রয় ও রিফ্রেশমেন্ট বুথ হিসেবে তৈরি করা হয়েছে।

ঢাকা ব্রডকাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রুদান আল আমিন বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল মাঠে সংগীতানুষ্ঠানের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। উপাচার্য আবেদনটি অনুমোদন দিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বলেন, এ আয়োজনের জন্য ঢাকা ব্রডকাস্ট ধূমপানের জন্য ৬টি বুথের কথা বলেছিল। বিশ্ববিদ্যালয়ে ধূমপানের কোনো সুযোগ নেই। তাই এগুলো বাতিল করা হয়েছে। পরবর্তীতে ‘রিফ্রেশমেন্ট বুথ’ হিসেবে ৪টি বুথ তৈরি করে তারা। তাদের বলা হয়েছে তামাকজাতীয় পণ্য বিক্রি বা এ ধরনের কোনো কার্যক্রম এই রিফ্রেশমেন্ট বুথে করা যাবে না।

তামাক নিয়ন্ত্রণ আইন খুলনা জেলা টাস্কফোর্স কমিটির সদস্য, অ্যাডভোকেট মো. মাছুম বিল্লাহ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ধূমপান ও তামাক মুক্ত। বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট ও অর্জনকে বিতর্কিত করতেই তামাক কোম্পানির এটি কূট কৌশল। এ ধরনের আয়োজনকে সমর্থন ও সহযোগিতার পেছনে যারা কাজ করেছেন তারা দেশের প্রচলিত আইন লঙ্ঘন করেছেন এবং মেধাবী যুবসমাজকে ভয়াবহ নেশার দিকে ঠেলে দিয়ে দেশকে নেশাগ্রস্ত ও মেধা শূন্য করার পাঁয়তারা করছেন। আমরা অনুষ্ঠানস্থলটিকে ধূমপানমুক্ত ঘোষণায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের কাছে খবর আছে ইতোমধ্যে নব্বই হাজার সিগারেট বিশ্ববিদ্যালয়ে স্টক করা হয়েছে। তাদের মূল টার্গেট সিগারেট বিক্রি করা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম কালবেলাকে বলেন, বাংলাদেশ এখন মাদকমুক্ত। এগুলো করার কোনো সুযোগ নেই। আমি নিজে অনুষ্ঠানে থাকব। তামাকজাতীয় পণ্য ক্রয়-বিক্রয়ে ও ধূমপানের জন্য যে বুথ তৈরি করা হয়েছিল তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বুথে স্ন্যাকস জাতীয় পণ্য বিক্রি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হলেন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী

মোবাইলে ডেটা খরচ কমানোর ১০ সেরা টিপস ও ট্রিকস

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

প্রবাসীদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্তের তারিখ জানালেন ইসি

তারিখ চূড়ান্ত, শর্ত মানলেই ভারতকে ট্রফি তুলে দেবেন নাকভি

সেই এনায়েত ফের ৫ দিনের রিমান্ডে

পীরগঞ্জে অ্যানথ্রাক্স উপসর্গের ৯ রোগী

জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলার রায় ঘোষণা

মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাতের সময় পরিবর্তন

১১

ল্যাপটপে ম্যালওয়্যার ঢুকেছে কি না চিনুন ৭ লক্ষণে

১২

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে এনসিপি

১৩

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-দীপিকা

১৪

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

১৫

বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

১৬

ডেঙ্গুর ছোবলে উপকূল, কিট সংকটে ঝুঁকিতে রোগীরা

১৭

পাকিস্তানে ভূমিকম্প, রাতভর আতঙ্ক

১৮

নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির

১৯

কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার

২০
X