কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

রাবির কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষার্থী

রাবি স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ১৩ শিক্ষার্থীকে কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড প্রদান। ছবি : কালবেলা
রাবি স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ১৩ শিক্ষার্থীকে কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড প্রদান। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ১৩ শিক্ষার্থীকে কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে তাদের হাতে ফুল, ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়।

২০২২ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় বিভাগে প্রথম স্থান অধিকারী কলা অনুষদভুক্ত ১২টি বিভাগের ১৩ শিক্ষার্থী এ পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব উপস্থিত ছিলেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ইতিহাস বিভাগের খালিদ হাসান, ইংরেজি বিভাগের সাকিব আহমেদ, বাংলা বিভাগের মো. মাজহারুল ইসলাম, দর্শন বিভাগের মো. হাইরুল ইসলাম ও মোছা. শান্তা খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জোহরা আক্তার, আরবি বিভাগের মো. আবু তৈয়ব, ইসলামিক স্টাডিজ বিভাগের যোবায়ের আলম, সংগীত বিভাগের অভিনব সরকার কাব্য, নাট্যকলা বিভাগের ফাহিমা খাতুন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের লিমা খাতুন, সংস্কৃত বিভাগের সোনিয়া খাতুন এবং উর্দু বিভাগের রেজাউল করিম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, কোনো অ্যাওয়ার্ডই ব্যক্তিগত অর্জন নয়। তার পেছনে বহুজনের অবদান থাকে। আমরা যেন পরিবার, রাষ্ট্র ও সমাজের কারো অবদান ভুলে না যাই। পুরস্কার পেতে সবারই ভালো লাগে। কিন্তু তার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বও বেড়ে যায়। যদি নাগরিক হিসেবে এগুলো অনুভব করা না হয়, তাহলে এ পুরস্কার বৃথা। শিক্ষা মানুষের মেধাকে শানিত করে, মেধাকে কর্মক্ষেত্রে প্রয়োগের জন্য প্রস্তুত করে। কৃতী এ শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরব। তারা আগামীতে দেশ ও জাতির উন্নয়নে যথাযথ অবদান রাখবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মীর মেহবুব আলম। এতে সভাপতিত্ব করেন কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের কেউই যা করতে পারেননি, রিশাদ সেটি করলেন

স্কিন কেয়ারের বেসিক গাইড

প্রবাসীর স্ত্রীকে মারধরের পর সালিশে ‘তালাক’

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আত্মসমর্পণ করেছেন : আইনজীবী

ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

অ্যাটলির বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা

একটি রক্ত পরীক্ষা দিয়েই ৫০ রকম ক্যানসার শনাক্ত সম্ভব!

বাংলাদেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ রুহাব

যেসব সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো

১০

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে দ্বিতীয় দিনে আপিল শুনানি চলছে

১১

নাইজেরিয়ায় পেট্রোলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৩৫

১২

বরিশালে চাঁদাবাজির সময় কথিত দুই সাংবাদিক আটক

১৩

বাংলাদেশের যে সিদ্ধান্ত অবাক করে দেয় ওয়েস্ট ইন্ডিজকেও

১৪

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

১৫

ব্রিটিশ সংসদে আয়োজিত গোলটেবিল বৈঠকে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের আহ্বান

১৬

নাশতায় যেসব খাবার রক্তচাপ বাড়াচ্ছে

১৭

প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন জয়া আহসান

১৮

বাড়ছে ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কে?

১৯

‘ভেবেছিলাম আমার টিভিতে সমস্যা, পরে দেখি পিচই কালো’

২০
X