কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা

বিইউবিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা। ছবি : সংগৃহীত
বিইউবিটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণসভা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বিপ্লবী পরিবেশনার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক মাসুদ কামাল।

তিনি বলেন, আন্দোলনের সফলতা ধরে রাখার জন্য তরুণ প্রজন্মকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজে ন্যায্যতার পরিবেশ সৃষ্টি করতে হবে। শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বক্তব্যে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা এবং শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিইউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল হুদা এফসিএ, বিইউবিটি ট্রাস্টের সদস্য ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য এ এফ এম সরওয়ার কামাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- স্মরণসভা আয়োজন কমিটির আহ্বায়ক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শওকত আলী। স্মরণসভায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ এবং আহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, এই আন্দোলন আমাদের জাতির গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। স্মরণসভা শেষে বিইউবিটির শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে বিপ্লবী পরিবেশনার আয়োজন করে। এ পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদও একটি নাটিকা পরিবেশন করে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যরা, ট্রেজারার প্রফেসর ড. আলী আহমেদ, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, সকল অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক স্মৃতিকাতর আবহে সম্পন্ন হয় এ স্মরণসভা অনুষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে মরিচ গুঁড়া মাখিয়ে দিলেন স্ত্রী

ধর্ষণের অভিযোগ করার পর অভিযোগকারীকেই মাদক মামলায় গ্রেপ্তার

আ.লীগে যোগ দেওয়া রফিকুল এবার ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী

শহিদুলের ভিডিওবার্তা নিয়ে যে তথ্য দিল বাংলাফ্যাক্ট

মাঝ সমুদ্রে ভাসতে থাকা ২৬ জেলেকে উদ্ধার

কেন শুধু জাতীয় দলের হয়েই খেলতে চাইলেন রোনালদো?

যে শহরে দিনে ২ ঘণ্টার বেশি স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ!

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত : বিএনপি

নির্বাচন কমিশনকে দেওয়া শাপলার ৭ নমুনা প্রকাশ এনসিপির

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময় 

১০

ডিআরইউ বর্ষসেরা রিপোর্টের জন্য পুরস্কার দেবে নগদ

১১

হৃদয়-মিরাজে ভর করে বাংলাদেশের লড়াই

১২

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

১৪

১০ বছরে পাঠাও, রয়েছে মাসজুড়ে অফার

১৫

রাকসু নির্বাচন / জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মারের ‘ভোট চাইছেন’ শেখ হাসিনা!

১৬

এখন পরনির্ভর হয়ে আছি, আমাদের স্বনির্ভর হতে হবে : প্রধান উপদেষ্টা

১৭

দুদকের মামলায় সাবেক এমপি বদির বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্যগ্রহণ

১৮

শহিদুল আলমদের বহরের সব নৌযান আটক, কোথায় নেওয়া হচ্ছে?

১৯

বানরের আক্রমণে শতাধিক ছাত্রী আহত

২০
X