বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

টেইলরের পরামর্শে বদলায় রোজের পথচলা

টেইলর সুইফট ও ব্ল্যাকপিঙ্ক তারকা রোজেI ছবি : সংগৃহীত
টেইলর সুইফট ও ব্ল্যাকপিঙ্ক তারকা রোজেI ছবি : সংগৃহীত

ব্ল্যাকপিংক তারকা রোজে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে, যখন সামনে অনিশ্চয়তা— কোন পথে হাঁটবেন, কোন লেবেলের সঙ্গে যুক্ত হবেন, কীভাবে নিজের শিল্পীসত্তা ও অধিকার রক্ষা করবেন বুঝতে পারছিলেন না, ঠিক সেই সময়ই পাশে এসে দাঁড়িয়েছিলেন বিশ্ব খ্যাত পপ তারকা টেইলর সুইফট। আর সেই সহায়তার কথাই এবার খোলাখুলি জানালেন ব্ল্যাকপিঙ্ক তারকা রোজে।

মিউজিক লেবেল সংক্রান্ত বিষয়গুলো সামলাতে টেইলর সুইফট বরাবরই পেশাদার হিসেবে পরিচিত। নিজের গান পুনরায় রেকর্ড করা এবং মাস্টার রাইটস ফিরে পাওয়ার লড়াইয়ে জিতে তিনি ইতোমধ্যে শিল্পীদের অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছেন। নতুন শিল্পীদের পাশে দাঁড়ানোর বিষয়েও তিনি সবসময় সরব— আর সেই তালিকায় আছেন রোজেও।

ওয়াই জি এন্টারটেইনমেন্টের সঙ্গে সাত বছর কাজ করার পর রোজে যখন নিজের একক সংগীত ক্যারিয়ার নিয়ে নতুন সিদ্ধান্তের পথে হাঁটছিলেন, তখন তিনি নতুন একটি মিউজিক লেবেল খুঁজছিলেন। যদিও ব্ল্যাকপিঙ্কের গ্রুপ কার্যক্রম আগের লেবেলের অধীনেই চলছিল, কিন্তু ব্যক্তিগত প্রজেক্টের জন্য তিনি বেছে নেন দ্য ব্ল্যাক লেবেল, যা কোরিয়ার শীর্ষ মিডিয়া জায়ান্টের সহযোগী প্রতিষ্ঠান।

সম্প্রতি অ্যালেক্স কুপারের জনপ্রিয় ‘কল হার ড্যাডি’ পডকাস্টে হাজির হয়ে রোজে জানান, সেই গুরুত্বপূর্ণ সময়ে টেইলর সুইফট তাকে সংগীতের অধিকার ও চুক্তির শর্ত বোঝার বিষয়ে মূল্যবান পরামর্শ দেন।

রোজে বলেন, ‘ওই সময় আমি নতুন লেবেল খুঁজছিলাম। তারও আগে আমি শিখছিলাম কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, কোন কাগজের কী মানে— এসব বিষয়।’

টেইলর তাদের পরিচয়ের গল্পও শোনান এই কে-পপ তারকা। এক পার্টিতে প্রথম দেখা হয় দুজনের। সেখানেই কথোপকথনের এক পর্যায়ে রোজে নিজের দুশ্চিন্তার কথা খুলে বলেন।

তার ভাষায়, ‘আমি সৌভাগ্যবান যে একটি পার্টিতে তার সঙ্গে দেখা হয়েছিল। তিনি খুবই আন্তরিক ছিলেন। আমি কেন যুক্তরাষ্ট্রে আছি সেটাও বললাম। তারপর বললাম, ‘আমি এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যায় আছি।’ তখন তিনি বললেন, ‘যা জানতে চাও জিজ্ঞেস করো’ বলে আমাকে আলাদা করে নিয়ে কথা বলেন।”

শিল্পী থেকে শিল্পীর এই আন্তরিক আলাপে টেইলর সুইফট নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান ভাগ করে নেন। বিশ্বসংগীতে শক্ত অবস্থান গড়ে তোলা এই পপ আইকন রোজের একক শিল্পী হিসেবে পথচলায় মানসিক ও পেশাগত দিকনির্দেশনা দেন।

এরপরই রোজে তার নতুন অ্যালবাম ‘রোজে’ প্রকাশ করেন। ব্রুনো মার্সের সঙ্গে যৌথ গান এপিটি দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেন তিনি। পাশাপাশি আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ডসেও তিনটি বিভাগে মনোনয়ন পেয়ে আলোচনায় রয়েছেন এই তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ২ নেতাকে বহিষ্কার করল বিএনপি

পেটের পরজীবী কী এবং কেন এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা

একমাত্র আমরাই শরিয়ার পক্ষে লড়াই করে যাচ্ছি : চরমোনাই পীর

নবম পে-স্কেল আদায়ে যে আলটিমেটাম দিলেন সরকারি কর্মচারীরা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

মোবাইল ফোন বা ওয়াই-ফাই কি ক্যানসারের কারণ

মার্কিন হামলায় কেন এবার ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে ইরান

জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ

মিছিল-স্লোগানে মিলছে জনস্রোত, লোকারণ্য কালেক্টরেট মাঠ

চ্যাম্পিয়নস লিগ প্লে–অফে আবার মুখোমুখি রিয়াল ও বেনফিকা

১০

বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত

১১

ভরদুপুরে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪

১২

শবেবরাতে কি ভাগ্য লেখা হয়? যা বলছেন ইসলামি স্কলার

১৩

টেইলরের পরামর্শে বদলায় রোজের পথচলা

১৪

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় গিয়ে ‘যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা’

১৫

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

১৬

শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

১৭

দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেপ্তার

১৮

রাশিয়ার বিরুদ্ধে জিততে নতুন পরিকল্পনা ইউক্রেনের

১৯

সাদিক কায়েমের ‘ডিল’ বক্তব্য নিয়ে ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া

২০
X