

ব্ল্যাকপিংক তারকা রোজে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে, যখন সামনে অনিশ্চয়তা— কোন পথে হাঁটবেন, কোন লেবেলের সঙ্গে যুক্ত হবেন, কীভাবে নিজের শিল্পীসত্তা ও অধিকার রক্ষা করবেন বুঝতে পারছিলেন না, ঠিক সেই সময়ই পাশে এসে দাঁড়িয়েছিলেন বিশ্ব খ্যাত পপ তারকা টেইলর সুইফট। আর সেই সহায়তার কথাই এবার খোলাখুলি জানালেন ব্ল্যাকপিঙ্ক তারকা রোজে।
মিউজিক লেবেল সংক্রান্ত বিষয়গুলো সামলাতে টেইলর সুইফট বরাবরই পেশাদার হিসেবে পরিচিত। নিজের গান পুনরায় রেকর্ড করা এবং মাস্টার রাইটস ফিরে পাওয়ার লড়াইয়ে জিতে তিনি ইতোমধ্যে শিল্পীদের অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছেন। নতুন শিল্পীদের পাশে দাঁড়ানোর বিষয়েও তিনি সবসময় সরব— আর সেই তালিকায় আছেন রোজেও।
ওয়াই জি এন্টারটেইনমেন্টের সঙ্গে সাত বছর কাজ করার পর রোজে যখন নিজের একক সংগীত ক্যারিয়ার নিয়ে নতুন সিদ্ধান্তের পথে হাঁটছিলেন, তখন তিনি নতুন একটি মিউজিক লেবেল খুঁজছিলেন। যদিও ব্ল্যাকপিঙ্কের গ্রুপ কার্যক্রম আগের লেবেলের অধীনেই চলছিল, কিন্তু ব্যক্তিগত প্রজেক্টের জন্য তিনি বেছে নেন দ্য ব্ল্যাক লেবেল, যা কোরিয়ার শীর্ষ মিডিয়া জায়ান্টের সহযোগী প্রতিষ্ঠান।
সম্প্রতি অ্যালেক্স কুপারের জনপ্রিয় ‘কল হার ড্যাডি’ পডকাস্টে হাজির হয়ে রোজে জানান, সেই গুরুত্বপূর্ণ সময়ে টেইলর সুইফট তাকে সংগীতের অধিকার ও চুক্তির শর্ত বোঝার বিষয়ে মূল্যবান পরামর্শ দেন।
রোজে বলেন, ‘ওই সময় আমি নতুন লেবেল খুঁজছিলাম। তারও আগে আমি শিখছিলাম কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, কোন কাগজের কী মানে— এসব বিষয়।’
টেইলর তাদের পরিচয়ের গল্পও শোনান এই কে-পপ তারকা। এক পার্টিতে প্রথম দেখা হয় দুজনের। সেখানেই কথোপকথনের এক পর্যায়ে রোজে নিজের দুশ্চিন্তার কথা খুলে বলেন।
তার ভাষায়, ‘আমি সৌভাগ্যবান যে একটি পার্টিতে তার সঙ্গে দেখা হয়েছিল। তিনি খুবই আন্তরিক ছিলেন। আমি কেন যুক্তরাষ্ট্রে আছি সেটাও বললাম। তারপর বললাম, ‘আমি এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যায় আছি।’ তখন তিনি বললেন, ‘যা জানতে চাও জিজ্ঞেস করো’ বলে আমাকে আলাদা করে নিয়ে কথা বলেন।”
শিল্পী থেকে শিল্পীর এই আন্তরিক আলাপে টেইলর সুইফট নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান ভাগ করে নেন। বিশ্বসংগীতে শক্ত অবস্থান গড়ে তোলা এই পপ আইকন রোজের একক শিল্পী হিসেবে পথচলায় মানসিক ও পেশাগত দিকনির্দেশনা দেন।
এরপরই রোজে তার নতুন অ্যালবাম ‘রোজে’ প্রকাশ করেন। ব্রুনো মার্সের সঙ্গে যৌথ গান এপিটি দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেন তিনি। পাশাপাশি আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ডসেও তিনটি বিভাগে মনোনয়ন পেয়ে আলোচনায় রয়েছেন এই তারকা।
মন্তব্য করুন