নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নোবিপ্রবিতে প্রথমবারের মতো ‘মিট আপ উইথ ভাইস চ্যান্সেলর’ অনুষ্ঠিত

মিট আপ উইথ ভাইস-চ্যান্সেলর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা
মিট আপ উইথ ভাইস-চ্যান্সেলর অনুষ্ঠানে অতিথিরা। ছবি : কালবেলা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মিট আপ উইথ ভাইস-চ্যান্সেলর’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোয় ‘সেলিব্রেটিং একাডেমিক এক্সিলেন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোবিপ্রবি রিসার্চ সেল আয়োজিত অনুষ্ঠানে ৩৩টি বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৮০ জন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্বের যেসব দেশ উন্নতি লাভ করেছে, মেধাবীদের হাত ধরেই তা অর্জিত হয়েছে। মেধার মূল্যায়ন করেছে বলেই তারা উন্নয়ন অর্জন করতে পেরেছে। তাই দেশকে এগিয়ে নিতে মেধার কদর করা ও মেধাবীদের সম্মান জানানো খুবই জরুরি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনের সারির ভালো ফলধারী শিক্ষার্থীদের সম্ভাষণ জানাতে আজকের এ আয়োজন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের মা-বাবাকে শ্রদ্ধা ও সম্মান জানাতে চাই, যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগে সন্তানদের আজকের এ অর্জন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতায় কর্মক্ষেত্রে গিয়েও তোমরা সফলতার স্বাক্ষর রাখবে, এমনটাই প্রত্যাশা। পড়ালেখা শেষ হলেও নিজেকে বিশ্ববিদ্যালয় পরিবারের বাইরে মনে করো না। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর শিক্ষার্থীদের সম্পর্ক অশেষ ও সার্বজনীন। আমরা কেন্দ্রীয়ভাবে ও বিভাগ পর্যায়ে অ্যালামনাই গঠনের উদ্যোগ নিয়েছি। অ্যালামনাই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে বেগবান করতে সম্মিলিতভাবে সহযোগিতা করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি।

সম্মানিত অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজকের এ অনুষ্ঠান খুবই ব্যতিক্রমধর্মী আয়োজন। এর মাধ্যমে মেধা ও জ্ঞানচর্চার প্রতি সম্মান জানানো হয়েছে। এতে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণা কার্যক্রমে তারা বেশি উৎসাহিত হবে। আজকে যাদের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবে।

রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎আগাম টমেটো চাষ এখন কৃষকের গলার কাঁটা ‎

অবসরের পর মেসির ঠিকানা নিয়ে যা বললেন বেকহ্যাম

আজ ঐশীর জন্মদিন

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ পরশ

বছরজুড়ে গুগলে কী খুঁজল ভারতীয়রা

ইচ্ছা করেই ত্রুটিযুক্ত অ্যাকশন, পডকাস্টে চাঞ্চল্যকর দাবি সাকিবের

বোকাবাক্স থেকে বড় পর্দা, নিশোর জয়রথ ছুটছেই

৪২ বলের অর্ধেকই ডট, শিকার ৪ উইকেট—দুবাইয়ে মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

বেগুন গাছে ভাইরাসের আক্রমণ, ফলন নিয়ে শঙ্কা 

১০

বাবরি মসজিদ নির্মাণ / হুমায়ুনের বাড়িতেই মিলল ৯৩ লাখ ও ১১ ট্রাংকভর্তি টাকা

১১

বার্সা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফিনিয়া

১২

আজ ফের ব্লকেড কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

১৩

ফেসবুকে কমেন্টস করা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫

১৪

বয়সের পার্থক্যের প্রেম কি সত্যিই এত সমালোচনার যোগ্য

১৫

‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন শাহরুখ

১৬

ট্রাইব্যুনালে হাজির বিএনপি নেতা ফজলুর রহমান

১৭

আধুনিক ঢেঁকিতে ঐতিহ্যের ছোঁয়া

১৮

ফুটসাল বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন ব্রাজিল

১৯

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X