ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৪:৩৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রীদের অবস্থান

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন কুয়েত মৈত্রী হলের একদল শিক্ষার্থী। ছবি : কালবেলা
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন কুয়েত মৈত্রী হলের একদল শিক্ষার্থী। ছবি : কালবেলা

তিন দফা দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের একদল শিক্ষার্থী।

সোমবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থা করছেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রী হলে ছয় মাস অতিথিকক্ষে থাকার পর বৈধ আসন পাওয়া গেলেও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এখনো অতিথিকক্ষে অবস্থান করছেন। এই হলের মূল ভবনের কক্ষগুলোতে প্রতিটিতে সাতজনকে আসন বরাদ্দ দেওয়া হয়৷ অতিরিক্ত বরাদ্দ দেওয়ার কারণে শিক্ষার্থীদের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে হলটি।

এ বিষয়ে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী নুসরাত জাহান কালবেলাকে বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরেও গণরুমে জীবনযাপন করছি। আমাদের হল মেয়েদের হলের মধ্যে অনেক ছোট। কিন্তু অনেক বেশি শিক্ষার্থীকে এ হলে বরাদ্দ দেওয়া হয়। চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এখনো রুম পায়নি। আমাদের মূল ভবনে কোনো রিডিং রুম নাই। আমাদের সঙ্গে হল প্রাধ্যক্ষ ও প্রোক্টরিয়াল বডির কথা হয়েছে। আমরা আশ্বাস চাই না। আমাদের দাবির বাস্তবায়ন চাই।

তাদের দাবির মধ্যে রয়েছে- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে অন্তত ৩০০ জন শিক্ষার্থীকে অন্য হলে এক মাসের মধ্যে স্থানান্তরের মাধ্যমে বৈধ আসন নিশ্চিত করা, পরবর্তীতে হলের আসন সংখ্যার সঙ্গে সমন্বয় রেখে নতুন শিক্ষার্থী অ্যালটমেন্ট দেওয়া এবং হলের সার্বিক সংকট বিবেচনায় মূল ভবনের প্রতি কক্ষে ৬ জনের বেশি শিক্ষার্থী বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট না করা৷

এর আগে, গতকাল রোববার বিকেলে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে শতাধিক ছাত্রীর স্বাক্ষর-সংবলিত স্মারকলিপিও দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত : গোলাম পরওয়ার

জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

মুলাদীর সাবেক পৌর মেয়র রুবেল কারাগারে

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান

ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : চরমোনাই পীর

নির্বাচন নিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১০

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

১১

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

১২

জুমার নামাজে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

১৩

জনগণের প্রত্যাশা পূরণ করলে ভোট চাইতে হয় না : হাসনাত

১৪

জিয়াউর রহমান অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন : চসিক মেয়র

১৫

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ

১৬

জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

১৭

অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীরা

১৮

১০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ লেবার পার্টি 

১৯

৭০ কিলোমিটার রাস্তা সংস্কার করল লালমনিরহাট যুবদলের নেতাকর্মীরা

২০
X