ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলছিল মরদেহ 

লাশটি উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
লাশটি উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবন সংলগ্ন এক গাছে লাশটি জনসাধারণের নজরে আসে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। বর্তমানে লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স ৪৫-৫০ হতে পারে। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই বসবাস করতেন। মৃত ওই ব্যক্তির গায়ে সবুজ রঙের টিশার্ট ও সাদা রঙের কোট এবং পরনে নীল রঙের ট্রাউজার ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ইমামুল ইসলাম নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীতে জিমনেসিয়ামের পাশের একটি গাছে সকাল ৯টার দিকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া যায়।

সিফাতুল্লাহ তাসনিম নামে ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে লোকটা ভবঘুরে ছিল এবং এই এলাকায়ই থাকত। তার বয়স আনুমানিক ৪৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান গণমাধ্যমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে তার মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাতেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের মধ্যস্থতায় সুন্দরবনে পর্যটকবাহী নৌযান চলাচল স্বাভাবিক

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার

‘যাদেরকে আমার লোক মনে করেছি, তারা এখন জামায়াতের রুকন’

জামায়াত আমিরের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনবে সরকার

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

১০

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

১১

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

১২

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

১৩

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

১৪

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১৫

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১৬

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১৭

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৮

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৯

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

২০
X