মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি ক্যাম্পাসের গাছে ঝুলছিল মরদেহ 

লাশটি উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা
লাশটি উদ্ধার করছে ফায়ার সার্ভিস। ছবি : কালবেলা

ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তির একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবন সংলগ্ন এক গাছে লাশটি জনসাধারণের নজরে আসে। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। বর্তমানে লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে বয়স ৪৫-৫০ হতে পারে। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই বসবাস করতেন। মৃত ওই ব্যক্তির গায়ে সবুজ রঙের টিশার্ট ও সাদা রঙের কোট এবং পরনে নীল রঙের ট্রাউজার ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ইমামুল ইসলাম নামে এক ঢাবি শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীতে জিমনেসিয়ামের পাশের একটি গাছে সকাল ৯টার দিকে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ পাওয়া যায়।

সিফাতুল্লাহ তাসনিম নামে ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে লোকটা ভবঘুরে ছিল এবং এই এলাকায়ই থাকত। তার বয়স আনুমানিক ৪৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান গণমাধ্যমকে জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে তার মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাতেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তথ্য দিলেন সালাহউদ্দিন

পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

১০

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

১১

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

১২

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১৩

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১৪

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১৫

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১৬

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১৭

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৮

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১৯

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

২০
X