বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজের পরীক্ষা পেছানোর প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

পরীক্ষার রুটিন পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
পরীক্ষার রুটিন পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান অনার্স ও মাস্টার্স পরীক্ষার রুটিন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি নায়েমের গলি হয়ে মিরপুর সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে থেকে ঘুরে নীলক্ষেত মোড় দিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকে সমাপ্তি হয়। এ সময় শিক্ষার্থীরা “ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, শিক্ষা নিয়ে টালবাহানা চলবে না চলবে না, সিন্ডিকেটের রুটিন মানি না মানব না, বাহালুলের গদিতে আগুন জ্বালাও একসাথে, শিক্ষা নিয়ে বাণিজ্য-বাণিজ্য চলবে না চলবে না, পরীক্ষা পেছাল কেন? প্রশাসন জবাব চাই” ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, আমরা আন্দোলন সংগ্রাম করতে করতে ক্লান্ত-অসুস্থ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছি, তারা এটি সমাধান করতে হাই-ভোল্টেজ একটি কমিটিও গঠন করেছে। কিন্তু আমাদের এই পরিকল্পনা ব্যাঘাত ঘটাতে একটার পর একটা ইস্যু তৈরি করছে। তারই ফলে এই পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে।

তিনি আরও বলেন, শুরুতে চার মাসের একটা রুটিন দিলেও আজ তারা আরও দুই মাস পিছিয়েছে। এর মানে তারা মনে করে একমাত্র তারাই মানুষ, আর সাত কলেজের শিক্ষার্থীরা কিছুই না। আমরা এই রুটিন বয়কট করলাম। সেই সঙ্গে আগামী ৩১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস ঘেরাও করব।

আবিদ হাসান নামে আরেক শিক্ষার্থী বলেন, ঢাবি আমাদের মূল্যায়ন না করলেও আমরা তাদের মূল্যায়ন করি। কিছুদিন পর আমাদের সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। যদি এই রুটিন সংশোধন না করে তাহলে সাত কলেজের ক্যাম্পাসে ঢাবির ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ন্ত্রক অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত ২০২৩ সালের ১ম ও ২য় বর্ষ অনার্স, মাস্টার্স শেষ পর্ব নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন এবং ২০২০ সনের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম, ২য় ও ৩য় বর্ষ (সমন্বিত) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়।

পরিবর্তিত সময়সূচি

২০২৩ সালের ১ম বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নের পূর্ব ঘোষিত তারিখ ০৩/০২/২০২৫ এর পরিবর্তে ০২/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের ২য় বর্ষ সম্মান নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন ১১/০২/২০২৫ তারিখের পরীক্ষাটি দুই মাস পিছিয়ে ২৪/০৪/২০২৫ তারিখ সাড়ে ১২টায় হবে। ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ২৮/০১/২০২৫ এর পরিবর্তে ১১/০৩/২০২৫ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম, ২য় ও ৩য় বর্ষ (সমন্বিত) ২৮/০১/২০২৫ এর পরিবর্তে ০২/০২/২০২৫, ০৩/০২/২০২৫ এর পরিবর্তন হয়ে ০৮/০২/২০২৫ এবং ১১/০২/২০২৫ এর পরীক্ষা ১৫/০২/২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১০

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১১

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১২

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৩

কে এই তামিম রহমান?

১৪

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৫

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৬

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৭

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৮

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

১৯

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

২০
X