রাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

রাবি রিপোর্টার্স ইউনিটির দুই যুগ পূর্তি উৎসব ২২ ফেব্রুয়ারি

রাবি রিপোর্টার্স ইউনিটির দুই যুগ পূর্তি উৎসব। ছবি : সংগৃহীত
রাবি রিপোর্টার্স ইউনিটির দুই যুগ পূর্তি উৎসব। ছবি : সংগৃহীত

দুই যুগপূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু)। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) এ উৎসবটি তিনটি ধাপে উদযাপন করা হবে। সংগঠনটির সভাপতি লাবু হক ও সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, প্রথম ধাপে সকাল ৯টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কেক কেটে ও বেলুন-পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। পরে আনন্দ শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যরা।

দ্বিতীয় ধাপে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনে ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) গ্যালারিতে আলোচনা সভা হবে। এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যরা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যম ব্যক্তিরা এবং রিপোর্টার্স ইউনিটির প্রাক্তন ও বর্তমান সদস্যরা আলোচনা সভায় অংশ নেবেন।

তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। সাংস্কৃতিক সন্ধ্যায় র‌্যাফেল ড্র, স্মৃতিচারণসহ থাকবে সুপরিচিত শিল্পগোষ্ঠী ও মিউজিক ব্যান্ডের পরিবেশনা।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি লাবু হক বলেন, ‘দুই যুগ মানে একটি মাইলফলক। রাবি রিপোর্টার্স ইউনিটি সেই মাইলফলকে এখন। দুই যুগ সন্ধিক্ষণের মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই মূলত এই আয়োজন। এ আয়োজনে রাবি রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রকাশনা ‘দ্বিযুগবার্তা’র মোড়ক উন্মোচনসহ সংগঠনটির বর্ষসেরা সংবাদকর্মীদের পুরষ্কার দেওয়া হবে।’

রুরুর সাধারণ সম্পাদক মারুফ হাসান মিলু বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি গৌরবের সঙ্গে ক্যাম্পাস সাংবাদিকতার চর্চা করে আসছে। দেখতে দেখতে প্রাণের এ সংগঠন দুই যুগে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের মাঝে এক মিলনমেলা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সংগঠন। সংগঠনটির সদস্যরা ২০০১ সাল থেকে ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১০

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১১

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১২

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৩

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৪

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৫

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৬

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৭

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৮

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

১৯

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

২০
X