চবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

প্যারালাইসিসে আক্রান্ত চবি শিক্ষার্থী, প্রয়োজন আর্থিক সহযোগিতা

অসুস্থ চবি শিক্ষার্থী মো. আশিকুর রহমান। ছবি : কালবেলা
অসুস্থ চবি শিক্ষার্থী মো. আশিকুর রহমান। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুর রহমান দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। তার বাঁ পাশের কাঁধের নার্ভ ড্যামেজ এবং ডান হাতসহ শরীরের ডান দিক প্যারালাইজড হয়ে আছে। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা না চালাতে পেরে তার বাম হাত অনেক শুকিয়ে যায় এবং শরীরের সার্বিক অবস্থার অবনতি ঘটে। এমতাবস্থায় ডাক্তারের পরামর্শক্রমে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে চান। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে প্রয়োজনীয় অর্থ জোগান দেওয়া সম্ভব নয়।

জানা গেছে, গত দেড় বছর আগে আশিক প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়। পরে চট্টগ্রাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে প্রয়োজনীয় ওষুধপত্র দেন। প্রথম কয়েকমাস ওষুধ সেবন করতে পারলেও পরে আর্থিক সমস্যার কারণে নিয়মিত চালিয়ে যেতে পারেননি তিনি।

একপর্যায়ে গতবছর চট্টগ্রামের মেহেদীবাগে ম্যাক্স ডায়াগনস্টিক হাসপাতালে ড. এস চক্রবর্তীর শরণাপন্ন হন আশিক। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তিনি ‘Erb's pulsy’ নামক প্যারালাইসিস রোগে আক্রান্ত বলে জানান ডা. চক্রবর্তী। বর্তমানে ডাক্তার আশিককে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসাবাবদ সবমিলিয়ে আনুমানিক খরচ হতে পারে আড়াই লাখ টাকা, যা আশিকের হতদরিদ্র দিনমজুর বাবার পক্ষে একেবারেই অসম্ভব।

আশিকের সহপাঠী চবির সমাজতত্ত্ব বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তনজিহা বিনতে কবির বলেন, ‘তিনি দেড় বছর যাবৎ প্যারালাইজ রোগে আক্রান্ত। চরম আর্থিক অবস্থার কারণে চিকিৎসা চালিয়ে যেতে পারেনি। ফলে তার ডান হাত অনেক শুকিয়ে গিয়েছে। আমাদের সবার একটু সহযোগিতায় তাকে একটি সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। তাই আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।”

আশিকের আরেক সহপাঠী সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মারুফ মিয়া বলেন, ‘আপনাদের কাছে আমার সহপাঠী আশিকুর রহমানের জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করছি। কাঁধের নার্ভ শুকিয়ে ডান হাত প্যারালাইজড অবস্থায় আছেন তিনি। আশিকের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তার পরিবার আজ নিঃস্ব। বর্তমানে চিকিৎসার খরচ মেটানো তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা করাতে না পারলে ডান হাতসহ ডান কাঁধ পুরোটা প্যারালাইজড হয়ে যাবে।’

এ বিষয়ে আশিক বলেন, ‘দেড় বছর আগে আমার ডান হাতে প্রচণ্ড ব্যথা দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হই। প্রয়োজনীয় টেস্ট দিলে ডাক্তার জানান বাঁ কাঁধের নার্ভ ড্যামেজের দিকে। কয়েকমাস ওষুধ চলে কিন্তু আর্থিক সমস্যার কারণে নিয়মিত চালিয়ে যেতে পারিনি। পরে আমার সমস্যা আরও বাড়তে থাকে। বাম পাশের কাঁধের নার্ভ ড্যামেজ এবং ডান হাতসহ শরীরের ডান দিক প্যারালাইজড হয়ে যায়। বর্তমানে ডান হাত অনেকটাই শুকিয়ে গেছে। এ হাতে তেমনকিছু নিতে পারি না। অনেক দুর্বল অবস্থায় আছি। এখন বাসায় অবস্থান করছি।”

তিনি বলেন, ‘আমার বাবা একজন দিনমজুর। তিনি ঘরের চাল বুনার কাজ করেন। এতদিন তিনি আমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করেছেন। বর্তমানে তার পক্ষে আর সম্ভব নয়।’

এমতাবস্থায় জীবন বাঁচাতে দেশের সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আশিক।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার তুষার মালিয়াট গ্রামের মো. আরিফুল ইসলামের সন্তান আশিক। দুই ভাইবোনের মধ্যে আশিক বড়। ছোটবোন স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পেশায় একজন দিনমজুর ও মা গৃহিণী। গতবছর ঘরের চাল থেকে পড়ে মায়ের হাত ভেঙে যায়। বর্তমানে তিনিও ঠিকমতো কাজ করতে পারেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বউকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন পরমব্রত

দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো বৃহস্পতিবার

নওগাঁয় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

নির্বাচনী তথ্য ও অভিযোগ গ্রহণের দায়িত্বে ইসির ১০ কর্মকর্তা

শেখ হাসিনা ও তার বাবা এদেশে গণতন্ত্র হত্যা করেছে : সালাহউদ্দিন আহমদ

২ কোটি লিটারের বেশি সয়াবিন তেল কেনার অনুমোদন

মুস্তাফিজ কী ক্ষতিপূরণ পাবেন, যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

হাড়কাঁপানো শীতে সুইমিংপুলে সাদিয়ার জলকেলি

এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে স্কুলে তালা

১০

জকসু নির্বাচন : দুপুর থেকে বেড়েছে ভোটার উপস্থিতি

১১

জকসু নির্বাচন / ভোটাররা ৩টার পর ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না

১২

বিয়ের মঞ্চেই ‘জাস্টিস ফর হাদি’ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ 

১৩

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে স্বাগত জানাল আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম

১৪

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

১৫

মাছ শূন্য হওয়ার শঙ্কায় বঙ্গোপসাগর, প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন

১৬

ছাত্রদলের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের ‎ ‎

১৭

নির্বাচনে লড়বেন যে ৩১ ঋণখেলাপি

১৮

কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে : জ্বালানি উপদেষ্টা

১৯

শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার পর পুলিশে দেওয়ার অভিযোগ ‎ ‎

২০
X