চবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

প্যারালাইসিসে আক্রান্ত চবি শিক্ষার্থী, প্রয়োজন আর্থিক সহযোগিতা

অসুস্থ চবি শিক্ষার্থী মো. আশিকুর রহমান। ছবি : কালবেলা
অসুস্থ চবি শিক্ষার্থী মো. আশিকুর রহমান। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আশিকুর রহমান দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। তার বাঁ পাশের কাঁধের নার্ভ ড্যামেজ এবং ডান হাতসহ শরীরের ডান দিক প্যারালাইজড হয়ে আছে। অর্থাভাবে নিয়মিত চিকিৎসা না চালাতে পেরে তার বাম হাত অনেক শুকিয়ে যায় এবং শরীরের সার্বিক অবস্থার অবনতি ঘটে। এমতাবস্থায় ডাক্তারের পরামর্শক্রমে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে চান। কিন্তু হতদরিদ্র পরিবারের পক্ষে প্রয়োজনীয় অর্থ জোগান দেওয়া সম্ভব নয়।

জানা গেছে, গত দেড় বছর আগে আশিক প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়। পরে চট্টগ্রাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে প্রয়োজনীয় ওষুধপত্র দেন। প্রথম কয়েকমাস ওষুধ সেবন করতে পারলেও পরে আর্থিক সমস্যার কারণে নিয়মিত চালিয়ে যেতে পারেননি তিনি।

একপর্যায়ে গতবছর চট্টগ্রামের মেহেদীবাগে ম্যাক্স ডায়াগনস্টিক হাসপাতালে ড. এস চক্রবর্তীর শরণাপন্ন হন আশিক। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তিনি ‘Erb's pulsy’ নামক প্যারালাইসিস রোগে আক্রান্ত বলে জানান ডা. চক্রবর্তী। বর্তমানে ডাক্তার আশিককে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসাবাবদ সবমিলিয়ে আনুমানিক খরচ হতে পারে আড়াই লাখ টাকা, যা আশিকের হতদরিদ্র দিনমজুর বাবার পক্ষে একেবারেই অসম্ভব।

আশিকের সহপাঠী চবির সমাজতত্ত্ব বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তনজিহা বিনতে কবির বলেন, ‘তিনি দেড় বছর যাবৎ প্যারালাইজ রোগে আক্রান্ত। চরম আর্থিক অবস্থার কারণে চিকিৎসা চালিয়ে যেতে পারেনি। ফলে তার ডান হাত অনেক শুকিয়ে গিয়েছে। আমাদের সবার একটু সহযোগিতায় তাকে একটি সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারে। তাই আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।”

আশিকের আরেক সহপাঠী সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মারুফ মিয়া বলেন, ‘আপনাদের কাছে আমার সহপাঠী আশিকুর রহমানের জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করছি। কাঁধের নার্ভ শুকিয়ে ডান হাত প্যারালাইজড অবস্থায় আছেন তিনি। আশিকের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে তার পরিবার আজ নিঃস্ব। বর্তমানে চিকিৎসার খরচ মেটানো তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। ডাক্তার বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা করাতে না পারলে ডান হাতসহ ডান কাঁধ পুরোটা প্যারালাইজড হয়ে যাবে।’

এ বিষয়ে আশিক বলেন, ‘দেড় বছর আগে আমার ডান হাতে প্রচণ্ড ব্যথা দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হই। প্রয়োজনীয় টেস্ট দিলে ডাক্তার জানান বাঁ কাঁধের নার্ভ ড্যামেজের দিকে। কয়েকমাস ওষুধ চলে কিন্তু আর্থিক সমস্যার কারণে নিয়মিত চালিয়ে যেতে পারিনি। পরে আমার সমস্যা আরও বাড়তে থাকে। বাম পাশের কাঁধের নার্ভ ড্যামেজ এবং ডান হাতসহ শরীরের ডান দিক প্যারালাইজড হয়ে যায়। বর্তমানে ডান হাত অনেকটাই শুকিয়ে গেছে। এ হাতে তেমনকিছু নিতে পারি না। অনেক দুর্বল অবস্থায় আছি। এখন বাসায় অবস্থান করছি।”

তিনি বলেন, ‘আমার বাবা একজন দিনমজুর। তিনি ঘরের চাল বুনার কাজ করেন। এতদিন তিনি আমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করেছেন। বর্তমানে তার পক্ষে আর সম্ভব নয়।’

এমতাবস্থায় জীবন বাঁচাতে দেশের সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আশিক।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার তুষার মালিয়াট গ্রামের মো. আরিফুল ইসলামের সন্তান আশিক। দুই ভাইবোনের মধ্যে আশিক বড়। ছোটবোন স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পেশায় একজন দিনমজুর ও মা গৃহিণী। গতবছর ঘরের চাল থেকে পড়ে মায়ের হাত ভেঙে যায়। বর্তমানে তিনিও ঠিকমতো কাজ করতে পারেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩৩ ওষুধের দাম কমিয়েছে ইডিসিএল

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী!

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি

দ্বিতীয় ধাপে কলেজ পেতে যা করতে হবে শিক্ষার্থীদের, জানাল শিক্ষা বোর্ড

দেশকে আর তাঁবেদার রাষ্ট্র বানাতে দেব না : চরমোনাই পীর

ভারতের মাটিতে আ.লীগের তৎপরতা নিয়ে ২ দেশের পাল্টাপাল্টি অবস্থান 

শিক্ষককে ছাত্রীর ছুরিকাঘাত, থানায় মামলা

৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

পদাবনতি দিয়ে বদলি হলেন সেই কৃষি কর্মকর্তা

১০

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

১১

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

১২

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

১৩

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

১৪

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

১৫

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

১৬

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

১৭

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

১৮

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

১৯

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

২০
X