আব্দুস সবুর লোটাস, রাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৬:০৬ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অপহরণ মামলা

‘অনুপ্রবেশকারীর’ ষড়যন্ত্রে ‘বলির পাঠা’ ছাত্রলীগ নেতা তন্ময়

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় (বায়ে) ও মহিবুল মোমিন সনেট (ডানে)।  ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় (বায়ে) ও মহিবুল মোমিন সনেট (ডানে)। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি ও চাঁদা দাবির ঘটনায় প্রক্সি জালিয়াতির মূল হোতা ও ছাত্রলীগে ‘অনুপ্রবেশকারী’ মহিবুল মোমিন সনেটের গভীর ষড়যন্ত্রের কারণে ‘বলির পাঠা’ হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়।

‘প্রক্সি’ জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এক শিক্ষার্থীর বাবাকে নিজের নম্বর থেকে তন্ময় পরিচয়ে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সনেট। এতেই ঘটে যায় বিপত্তি। আর বিষয়টির খোঁজখবর কিংবা তদন্ত না করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্সিতে ভর্তি হওয়া শিক্ষার্থীর মা ছাত্রলীগ নেতা তন্ময়কে প্রধান আসামি করে থানায় মামলা করেন। ছাত্রলীগে ‘অনুপ্রবেশকারী’ সনেটের সাজানো নাটক ধরতে না পেরে তড়িঘড়ি করে ছাত্রলীগ নেতা তন্ময়সহ চারজনকে (এর মধ্যে মূল হোতাও রয়েছে) স্থায়ী বহিষ্কারও করে কেন্দ্রীয় সংসদ।

অনুসন্ধানে উঠে এসেছে, জামায়াত-শিবির পরিবারের সন্তান মহিবুল মোমিন সনেট। বাড়ি পিরোজপুরে। সদ্য প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে সনেটের বাবার বেশ ঘনিষ্ঠতাও ছিল। জামায়াতের এই নেতাকে পারিবারিক একটি অনুষ্ঠানে সনেটের বাবা মেহমানদারি করছেন এমন একটি ছবিও প্রতিবেদকের হাতে রয়েছে। এই ছবির সূত্র ধরে পরবর্তীতে অনুসন্ধানে জানা গেছে, সনেটসহ তার পুরো পরিবার জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু সনেট ক্যাম্পাসে আসার পর প্রক্সি জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়ে। এরপর নির্বিঘ্নে প্রক্সি জালিয়াতি কর্মকাণ্ড চালাতে ‘সেল্টার নিতেই’ ছাত্রলীগে অনুপ্রবেশ করে সনেট।

অনুসন্ধানে আরও উঠেছে, ক্যাম্পাসে প্রক্সি জালিয়াতির মূল হোতা সনেটের ভর্তি জালিয়াতির মাধ্যমে রাবির বিভিন্ন বিভাগে অন্তত ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে পড়ালেখা করছেন। বছরের ১১ নভেম্বর একটি শীর্ষ জাতীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশ হয়। পরবর্তী সনেটের কিন্তু এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি জালিয়াতির মূল হোতা সনেট ও জালিয়াতি করে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনগত কিংবা একাডেমিক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই নিয়ে গত মার্চে প্রক্সি জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সনেটের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলাও হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সনেটের মাধ্যমে প্রক্সি জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হতে মায়ের সঙ্গে ক্যাম্পাসে আসে আহসান হাবীন নামের এক ভর্তিচ্ছু। ওই দিন (১৭ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদিশচন্দ্র বসু একাডেমিক ভবনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ভবনের বাইরে বের হলে প্রক্সিকাণ্ডের সঙ্গে জড়িত ৩-৪ জন আহসান হাবীবকে অপহরণ করে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা ছাত্র আবাসিক হলের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে গিয়ে আটকে রাখে। এরপর অপহরণকারীর একজন মুঠোফোনে তার বাবার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরে প্রক্সি জালিয়াতি করে ক্যাম্পাসে ভর্তি হতে আসা আহসান হাবীবের খোঁজ না পেয়ে ওইদিন বিকেলেই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান মা রেহেনা বেগম। খোঁজ-খবর নিয়ে পরে প্রক্টরিয়াল বডির সহায়তায় আহসান হাবীবকে ওই হলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে উদ্ধার করে প্রক্টর দপ্তরে নিয়ে আসা হয়। তখন জিজ্ঞাসাবাদে আহসান হাবীব স্বীকার করেন, প্রক্সির মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গনের সঙ্গে হাবীবের ৪ লাখ ৮০ হাজার টাকা চুক্তি হয়। ভর্তি হওয়ার আগে প্রাঙ্গনের মাধ্যমে আহসান হাবীরের থেকে ৪ লাখ ২০ হাজার টাকা নেন প্রক্সিকাণ্ডের মূল হোতা সনেট। বাকি ৬০ হাজার টাকার জন্য প্রক্সি জালিয়াতির এই চক্রটি আহসান হাবীবকে অপহরণ করে তার বাবাকে মুঠোফোনে কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ভর্তিচ্ছুর বাবাকে ০১৯৮২৭৩৭৯৩৫ মুঠোফোন নম্বর থেকে মুশফিক তাহমিদ তন্ময়ের পরিচয় দিয়ে মোটা অংকের এই মুক্তিপণ দাবি করা হয়। অথচ যে মুঠোফোন নম্বর (০১৯৮২৭৩৭৯৩৫) থেকে ভর্তিচ্ছুর বাবাকে কল করে মুক্তিপণ দাবি করা হয়েছে, সেটি প্রক্সি জালিয়াতির মূল হোতা মহিবুল মোমিন ওরফে সনেটের ব্যবহৃত নম্বর। মূলত ছাত্রলীগ নেতা তন্ময়কে ফাঁসাতে সনেট ভয়াবহ এই নাটক সাজিয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা আবাসিক হলের প্রধান ফটকের সামনে থাকা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণেও ওই শিক্ষার্থীকে হলে নিয়ে যাওয়ার সময় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ছাত্রলীগ নেতা তন্ময় ওই হলে প্রবেশ করেনি। এমনকি ওইদিন ছাত্রলীগের এই নেতা ক্যাম্পাসেও ছিলেন না।

মুশফিক তাহমিদ তন্ময় বলেন, ‘আমার বিরুদ্ধে আসা অভিযোগ কোনো ধরনের তদন্ত না করেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এক নম্বর আসামি করে তাৎক্ষণিক মামলা করেছে। কোনো উপায় না পেয়ে আমি ওইদিন সন্ধ্যায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন ডেকে বলেছিলাম যে, প্রক্সি জালিয়াতির এই ঘটনার সঙ্গে আমার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা কেউ প্রমাণ করতে পারলে এই অপরাধের কারণে প্রশাসন ভবনের সামনে আমি নিজের ফাঁসি নিজে কার্যকর করব। আসলে রাজনৈতিকভাবে আমি ষড়যন্ত্রের শিকার। আবার আমার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রমাণ হওয়ার আগেই আমাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এত দ্রুত এই বহিষ্কারাদেশ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রভাব ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক রাবি ছাত্রলীগের এক সহসভাপতি বলেন, ‘তন্ময়ের সামনে রাজনৈতিক সম্ভাবনাকে নষ্ট করতে প্রক্সি জালিয়াতির মূল হোতা সনেটকে দিয়ে তাকে বলির পাঠা বানানো হয়েছে। শুনেছি, এই সনেটের প্রক্সি জালিয়াতির জালের মাধ্যমে রাবিতে অন্তত ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ নিয়ে ওই সময় ভর্তি পরীক্ষায় সনেট কীভাবে জালিয়াতি করে বিভিন্ন বিভাগে শিক্ষার্থী ভর্তি করিয়েছিল, তার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রথম সারির একটি জাতীয় দৈনিকসহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তখন ব্যবস্থা নিলে এই সনেট বিশ্ববিদ্যালয়ে জালিয়াতি করে একজনকে ভর্তি করিয়ে তাকে আবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক একটি হলে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার সাহস পেত না।’

বহিষ্কারের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেনের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে শের-ই-বাংলা হলের প্রাধ্যক্ষ বলেন, ‘আমি প্রক্টরিয়াল তথ্যের ভিত্তিতে জানতে পারি হলের মধ্যে একজন ভর্তিচ্ছুকে আটকে রাখা হয়েছে। পরে তাদের হল থেকে উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ‘আমরা মূলত ভর্তিচ্ছু ও তার বাবার বক্তব্য শুনে মামলা করেছি। এখন পুলিশ সব খতিয়ে দেখবে। তারপর তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল তথ্যের ভিত্তিতে আমরা মামলা করেছি। পরবর্তীতে আইন নিজ গতিতে চলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

১০

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

১১

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

১২

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

১৩

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

১৪

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

১৫

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

১৬

জনগণের ভালোবাসাই আমার শক্তি : ফারুক

১৭

কালবেলা-এসএমসি ডায়াপার গোলটেবিল বৈঠক / সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব শিশুর নিউমোনিয়া প্রতিরোধ

১৮

তিউনিসিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৯

বিরল রোগে আক্রান্ত ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা

২০
X