যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৬:৪০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ
যশোর শিক্ষা বোর্ডে প্রশ্নফাঁস

নতুন প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্র স‌চিবসহ ছয়জনকে অব্যাহতি

যশোর শিক্ষা বোর্ড। ছবি : কালবেলা
যশোর শিক্ষা বোর্ড। ছবি : কালবেলা

নতুন প্রশ্নে যশোর শিক্ষা বোর্ডে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা আজ। গত বৃহস্পতিবার শিক্ষা বোর্ডের অধীনে কুষ্টিয়ার একটি পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষায় যুক্তিবিদ্যা প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করা হয়। এ ঘটনায় কেন্দ্র স‌চিবসহ ছয়জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়ে‌ছে।

ওইদিন নতুন প্রশ্নে পুরো যশোর শিক্ষা বোর্ডে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে শিক্ষা বোর্ডের সব কেন্দ্রের জন্য নতুন প্রশ্ন পৌঁছে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোছাম্মৎ আসমা বেগম।

জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে ভুলক্রমে যুক্তিবিদ্যা প্রথমপত্রের নৈর্ব্যক্তিক প্রশ্নের জায়গায় দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করা হয়। এ ঘটনায় যুক্তিবিদ্যার ফাঁস হয়ে যাওয়া দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক বাতিল করে নতুন করে নৈর্ব্যক্তিক প্রশ্ন ছাপানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই বিজি প্রেসে প্রশ্ন ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। সেখানে একজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন। ওই রাতের মধ্যেই যশোর বোর্ডের আওতাধীন সব জেলায় প্রশ্ন পাঠানো হয়। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন অধিকতর সাবধানতার জন্য চারটি সেটই ছাপানো হয়েছে। রোববারের পরীক্ষা এই নতুন প্রশ্নে নেওয়া হবে।

শুক্রবার সকাল ৯টার দিকে যশোর বোর্ড থেকে তিন কর্মকর্তা ওই কেন্দ্রে আসেন। সেখানে পরীক্ষার দায়িত্বে থাকা সবার সঙ্গে কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সালাহ উদ্দিনের উদাসীনতা ও অবহেলার প্রমাণ পান তারা। পরীক্ষা পরিচালনা কমিটির চার সদস্যসহ এক ট্যাগ অফিসারের বিরুদ্ধেও উদাসীনতার প্রমাণ পাওয়া যায়। এসব কারণে ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, চার শিক্ষক ও ট্যাগ অফিসারকে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যত দিন পরীক্ষা শেষ না হবে, তত দিন তারা কেউই কলেজে যেতে পারবেন না। ওই কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আজব আলী জোয়ার্দ্দারকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তিন সদস্যের একটি পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করেছেন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোছাম্মৎ আসমা বেগম বলেন, যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্ন নতুন করে ছাপানো হয়েছে। কুষ্টিয়ার একটি পরীক্ষা কেন্দ্রে কর্মকর্তাদের ভুলের কারণে দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন প্রথম পত্রের দিনে বিতরণ করা হয়েছে। মূলত সে জন্য দ্বিতীয় পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বাতিল করে নতুন করে প্রশ্ন ছাপিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন করে ছাপানো চার সেট প্রশ্ন শিক্ষা বোর্ডের সব কেন্দ্রে জন্য পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ার সেই কেন্দ্রে কেন্দ্র সচিবসহ ছয় কর্মকর্তাকে পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাবহতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায় : জামায়াত আমির 

বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন ৪৯৭৮ হাজি : ধর্ম উপদেষ্টা

চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো

চাঁদাবাজকে ধরলে দলীয় নেতাকর্মীরা থানা ঘেরাও করে তাদের ছাড়াচ্ছে : নুর

পিস টিভি চালু করতে সরকারকে আইনি নোটিশ

জয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন চন্দন

হোয়াটসঅ্যাপ চ্যাটে নতুন চমক

এবার ইসরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের ডাক

১০

অচল মহাখালী-এয়ারপোর্ট রোড

১১

যুবদলের কর্মসূচি ঘোষণা

১২

ঐকমত্য কমিশনে একটা ঐকমত্য পার্টি তৈরি হয়েছে : এনডিএম মহাসচিব

১৩

এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল

১৪

ডিজেলবাহী ট্রেনে ভয়াবহ আগুন

১৫

শাকিবের বিপরীতে প্রিয়াঙ্কা, গুঞ্জন নাকি সত্যি?

১৬

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের দায়বদ্ধতা আছে : মাওলানা ইউসুফী

১৭

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

১৮

১৮তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

১৯

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

২০
X