কবি নজরুল কলেজ প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কবি নজরুল কলেজে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল

কবি নজরুল কলেজে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল। ছবি : কালবেলা
কবি নজরুল কলেজে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল। ছবি : কালবেলা

ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ফরিদপুর জেলার শিক্ষার্থীসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, রমজান শুধু উপবাস থাকার মাস নয়, এটি আত্মসংযম, ধৈর্য এবং সৎপথে চলার শিক্ষা দেয়। ইসলামিক শিক্ষার আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও আত্মসংযমের চর্চা করতে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ইফতার মাহফিল শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। কলেজের বিভিন্ন বিভাগ ও জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক সুলতান সুলায়মান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইরফান আহমেদ ফাহিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ , ক্রিয়া সম্পাদক বোরহান উদ্দীন খান সৈকত। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি শাহজালাল সরদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর জেলার ছাত্রকল্যানের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রায়হান।

প্রধান বক্তা ইরফান আহমেদ ফাহিম তার বক্তব্যে বলেন, রমজান শুধু উপবাস থাকার মাস নয়, বরং আত্মশুদ্ধি, সংযম এবং খারাপ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়। তিনি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে নৈতিক শিক্ষায় উজ্জীবিত করতে হলে ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। ইফতার মাহফিলের মতো উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জেলা ছাত্রকল্যাণ পরিষদসহ সকল ছাত্র সংগঠনকে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলেজের ধর্মীয় শিক্ষার এক শিক্ষক। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির জন্য দোয়া করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন, যা সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে কলেজের শিক্ষার্থীদের মাঝে। তারা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক দৃঢ় করতে সহায়তা করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছের ‘তেলে’ দৌড়াল ইঞ্জিন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মঞ্চে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা

ক্ষেপণাস্ত্র চালাল উত্তর কোরিয়া

জবি ম্যাথ ক্লাবের দায়িত্বে সিফাত ও নয়ন  

পরোয়ানা নিয়ে সাজেদুলের বাড়ি যাওয়া এসআই প্রত্যাহার

যুদ্ধ পাকিস্তান শুরু করেছে দাবি শেবাগের

যমুনার চরে ফসলের বিপ্লব

স্বেচ্ছাসেবকলীগ নেতা এখন জিয়া মঞ্চের গুরুত্বপূর্ণ পদে

রাশিয়ার ‘শ্যাডো ফ্লিটে’ খেপেছে যুক্তরাজ্য

৩০ ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত, নিহত ২

১০

বোমা আতঙ্কে কাঁপছিলেন আইপিএল চিয়ারলিডার, ভিডিও ভাইরাল

১১

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ 

১২

ভয়ে ভারত ছাড়তে চাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

১৩

পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পিএসএল

১৪

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

১৫

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

১৬

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

১৭

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

১৮

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

১৯

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

২০
X