পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শিবির নেতা নোমানী হত্যায় জড়িত পাবিপ্রবি শিক্ষক জয় বরখাস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার তিন নম্বর আসামি আওয়াল কবির জয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার তিন নম্বর আসামি আওয়াল কবির জয়। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি আওয়াল কবির জয়কে সাময়িক বরখাস্ত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত আওয়াল কবির জয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে থেকে জানা গেছে, আওয়াল কবির জয়ের বহিষ্কার নিয়ে গত বুধবার রেজিস্ট্রার অফিস থেকে একটি অফিস আদেশ জারি করা হয়। অফিস আদেশে উল্লেখ করা হয় হয়ে, ড. মো. আওয়াল কবির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গত বছরের ৭ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন।

বিভাগীয় আদেশ অমান্য, মিথ্যা তথ্য প্রদান, কর্তব্য অবহেলা ও পলায়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। যা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সেই পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় ড. মো. আওয়াল কবিরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে আওয়াল কবির জয় বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি তৎকালীন প্রশাসনের কাছে অনুমতি নিয়ে তিন মাসের জন্য অনলাইনে ক্লাস নেন।

নতুন প্রশাসন আসার পরে অনলাইনে ক্লাস নেওয়ার অনুমতি চাইলে সেটি দেওয়া হয়নি। গত ৭ নভেম্বর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাকে কর্মস্থলে আসতে প্রশাসন থেকে বলা হলেও তিনি প্রশাসনিক আদেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত আছেন।

আওয়াল কবির জয়ের সাময়িক বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা সাময়িক খুশি হয়েছি। তবে আমরা এ খুনির স্থায়ী বহিষ্কার চাই। একজন খুনির জায়গা কখনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে না। সামনে যেন এ খুনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করতে পারে প্রশাসন যেন সে উদ্যোগ নেয়, আমরা সেটাই চাই।

উল্লেখ্য, বহিষ্কৃত আওয়াল কবির জয় ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমানী হত্যা মামলার তিন নম্বর আসামি ছিলেন।

২০১০ সালের ২৮ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরবর্তীতে ২০১৪ সালের ২৯ এপ্রিল তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইলেকট্রিক শকে মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা

কৃষক দলের সেক্রেটারি শহিদুল ইসলাম কারাগারে 

ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত 

হত্যা মামলায় আনিসুল, রাতের ভোটের মামলায় হেলালুদ্দীন গ্রেপ্তার 

পুকুরে ভাসছিল নিখোঁজ হাফেজ ইমরানের মরদেহ

বিপিএলে এক ম্যাচ হারতে ৪০০ কোটি টাকার প্রস্তাব!

‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য ৬ কোটি ডলার জরিমানা

১০

ঘুমধুম সীমান্তে আরকান আর্মির ২ সহযোগী আটক

১১

এশিয়া কাপে বাদ পড়ার শঙ্কায় গিল-সিরাজ

১২

শান্তির আশায় ওয়াশিংটনে জেলেনস্কি

১৩

সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি

১৪

অশ্রুসিক্ত নেইমার, ইতিহাসের সবচেয়ে বড় হারে ভেঙে পড়ল সান্তোস

১৫

জুলাই হত্যাযজ্ঞ / শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

১৬

সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

১৭

কুয়েতে গিয়ে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক

১৮

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

১৯

সকালে খালি পেটে মাঠা খাচ্ছেন, কী বলছেন পুষ্টিবিদরা

২০
X