ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ জুন) বিকালে এ ঘটনা ঘটে।
পরে এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত চানখারপুলে হানিফ ফ্লাইওভার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অমর একুশে হলের শিক্ষার্থীরা। এসময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।
শিক্ষার্থীরা জানায়, অমর একুশে হলের সামনে সবসময় যানজট লেগে থাকে। বৃহস্পতিবার বিকালে উল্টো পথে বাইক চালিয়ে আসছিল ১৫-২০ জন লোক। এসময় তারা উচ্চ স্বরে অনর্গল হর্ন বাজালে অমর একুশে হলের কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদ করলে তাদের মারধর করে।
মারধরের পর জানা যায়, মারধরকারীরা ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের অনুসারী। পরে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীরা হানিফ ফ্লাইওভার সড়ক অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি করেন।
ঘটনার এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ ইশতিয়াক এম. সৈয়দ এবং ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা রাত নয়টার দিকে অবরোধ তুলে নিয়ে মারধরকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন।
এছাড়া, হলের প্রাধ্যক্ষ বাদী হয়ে মামলা করার প্রতিশ্রুতি দেন। এ ঘটনায় তিন শিক্ষার্থী গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে অমর একুশে হলের শিক্ষার্থী তারেক আজিজ বলেন, আমাদের হলের সামনে সবসময় যানজট লেগে থাকে। আজকে বিকেলে ১০-১৫টা বাইকে করে ১৫-২০ জন যুবক উল্টোপথে আমাদের হলের সামনে এসে হর্ন দিতে থাকে। কয়েকজন শিক্ষার্থী হর্ন দিতে নিষেধ করলে তিন শিক্ষার্থীকে মারধর করে কাউন্সিলর মানিকের অনুসারীরা। মারতে মারতে তারা দুই শিক্ষার্থীকে হানিফ ফ্লাইওভারের নিচে নিয়ে আসে।
ঘটনার সময় কাউন্সিলর মানিকও সেখানে উপস্থিত ছিলেন। আহত শিক্ষার্থীরা হামলাকারীদের আটকাতে চাইলে কাউন্সিলর শিক্ষার্থীদের অস্ত্র প্রদর্শন করে বহর নিয়ে চলে যায়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। তারপর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন