ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কালবেলাকে জানান, আজকে ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসে হামলাকারী পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বাকিদেরও ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টা ১৫ মিনিটে উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টঙ্গী-গাজীপুর রুটের ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বাসের ড্রাইভারসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে অন্তত তিনজন গুরুতর আহত হন।
ঘটনার পর উত্তরায় ছুটে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের প্রতি জোর দাবি জানান।
মন্তব্য করুন