জাবি প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ১২:০০ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

৩২ বছর পর খুলছে জাকসুর দুয়ার, নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্য দিয়ে জাকসু নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১ মে) রাত প্রায় সাড়ে ১২টায় জাবি উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এ তফসিল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, জাকসু পরিবেশ পরিষদের সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। কমিশনের অন্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ২০২৫ খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকাল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীরা ১ থেকে ৩ জুলাই বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবে। ১ থেকে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে প্রার্থীগণ। মনোনয়ন পত্র যাচাই বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে আগামী ১১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। পরে আপিলের শুনানি গ্রহণ ও আপিলের রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। সবকিছু শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আগামী ১৫ জুলাই।

তফসিলে আরও বলা হয়, আগামী ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

সবকিছু শেষে আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। অতঃপর ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের সদস্য জাবি প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতির চাহিদা অনুযায়ী দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তাও নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কর্মসূচি দিলেন সরকারি কর্মচারীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার পদত্যাগ

পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

সেনা অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৯

মার্কা দেখার দরকার নাই, মানুষ দেখে ভোট দিন : সারজিস

বালুমহাল ঘুষকাণ্ড, আন্দোলনের মুখে প্রত্যাহার এসিল্যান্ড মামুন

সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসার সুখবর, যোগ্যতা ও শর্তাবলি

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ

ভারত থেকে এলো ৪ টন কাজুবাদাম

১০

শর্ষের ভেতরে ভূত রেখে সংস্কার হবে না : সালাহউদ্দিন আহমেদ

১১

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার

১২

নগদের নতুন সিইও আবু তালেব

১৩

আব্দুর রহমানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪

এবার ইসলামি দলগুলোর ভোটের বাক্স হবে একটি : রেজাউল করীম

১৫

গাজীপুরে সেনাবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র নেতা গ্রেপ্তার

১৬

উশু জাজেস ট্রেনিং কোর্স শুরু

১৭

পুশইনের নামে ভারত সীমান্তকে অস্থিতিশীল করতে চায় : খেলাফত মজলিস

১৮

আড়তে বসে চিংড়িতে জেলি পুশ করছিল ৬ যুবক, অতঃপর...

১৯

ভারতে দুই ট্রাকভর্তি বিস্ফোরক লুট, রাজ্যজুড়ে আতঙ্ক

২০
X