বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বুটেক্সে ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে বন্ধ ইন্টারনেট

বুটেক্সের প্রধান ফটক। ছবি : কালবেলা
বুটেক্সের প্রধান ফটক। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৭ মার্চ)। দুই ঘণ্টার লিখিত পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এবার ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা এবং হলগুলোর ইন্টারনেট ওয়াই-ফাই সেবা ৩২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) বুটেক্সের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানা গেছে।

৪০টি আসন বেড়ে মোট ৬৪০টি আসনে লিখিত পরীক্ষার জন্য এবার সুযোগ পেয়েছেন ৯ হাজার ২৭৩ জন শিক্ষার্থী। আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

জানা গেছে, ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আবাসিক এলাকা এবং হলগুলোর ইন্টারনেট ওয়াই-ফাই সেবা বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে আগামীকাল শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত মোট ৩২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দিন এক ভিডিও বার্তায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভকামনা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এবার দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্র দুটি হলো- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও বিএএফ শাহিন কলেজ, জাহাঙ্গীর গেট, মহাখালী।

ভর্তি প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৩ মার্চ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।

গতবারের চেয়ে এবার লিখিত পরীক্ষার জন্য বেশি শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। গতবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৭ হাজার ৩১৪ জন যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হয়।

নতুন চালু হওয়া টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে এবার ৪০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এবার আরও যেসব বিভাগে শিক্ষার্থী ভর্তি করানো হবে তার মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে।

অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ঘণ্টায় লিখা হয় ‘তোমার ব্যথায় আমি’ 

এখন থেকে এক ঠিকানায় মিলবে সব নাগরিক সেবা 

পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হলো নগদ

আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন

সাকিবের বিরল রেকর্ডে ভাগ বসিয়ে মিরাজের ইতিহাস

প্লাস্টিকের গৃহসামগ্রী ব্যবহার, বছরে প্রাণহানি সাড়ে ৩ লাখ

মে দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী 

আধুনিক বিমানবাহিনী গড়ে তোলার লক্ষ্য সরকারের : প্রধান উপদেষ্টা

মিরাজ ঝড়ে চট্টগ্রামে জিম্বাবুয়ে বধ টাইগারদের  

বিএনপি নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে : এ্যানি

১০

প্রাইজবন্ড ড্র, এবার পুরস্কার বিজয়ী যারা

১১

পরবর্তী পোপ হিসেবে নিজেকেই দেখতে চান ট্রাম্প!

১২

‘বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ’

১৩

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে উদযাপন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটি ও বিএসআরএম যৌথভাবে উদ্বোধন করল বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং

১৫

নোয়াখালীতে হত্যা মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

১৬

যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ কিমের

১৭

চিন্ময় দাসের জামিন স্থগিত

১৮

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

১৯

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

২০
X