খুলনা নগরীর বাগমারা এলাকায় দোকানে চুরির ঘটনায় পুলিশের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে গুলি এবং অন্য তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রোববার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাগমারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. আজিজ (৪৫), মো. সিরাজুল ইসলাম (৪২), তার ছোটভাই শহিদুল ইসলাম (৩৭) এবং মো. নজরুল ইসলাম।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাগমারা এলাকার একটি মুদি দোকানে চুরি হয়। চুরির ঘটনায় ওই রাতেই দুজনকে জিজ্ঞাসাবাদ করে। পরে পুলিশ তাদের কাছ থেকে চুরি হওয়া মালামালা উদ্ধার করে। রাতে ওই দুজনকে থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরে চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে সংঘর্ষে গোলাগুলি এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করে ওই এলাকায়।
দুর্বৃত্তের ছোড়া গুলিতে আব্দুল আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। বাকি তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম কালবেলাকে বলেন, দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে বাগমারা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে বলে ৯৯৯ এ জানতে পারি। এ ঘটনায় চারজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে এদের মধ্যে আজিজের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মন্তব্য করুন