চবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

চবির সৌন্দর্য গ্রীষ্মের উত্তাপকেও হার মানায়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়াচ্ছে জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু ফুল। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়াচ্ছে জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু ফুল। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এখন যেন প্রকৃতির এক সজীব রঙের রাজ্য। গ্রীষ্মের তীব্র তাপদাহ যখন চারপাশকে নিস্তেজ করে তোলে, তখন এই সবুজ ক্যাম্পাস রঙিন হয়ে ওঠে জারুল, কৃষ্ণচূড়া আর সোনালুর মনোমুগ্ধকর ফুলে। প্রতিটি পথ, মোড় আর উন্মুক্ত প্রান্তর যেন রঙের ছোঁয়ায় নতুন জীবন পায়, প্রকৃতি যেন নিজ হাতে আঁকে এক অনবদ্য চিত্রপট।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধরাতে যেমন পরিবর্তন আসে তেমনি সবুজে ঘেরা এ ক্যাম্পাসেও নতুন আবহের সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের সবটুকুই যেন মেলে ধরেছে পাহাড়ে ঘেরা এ অপরূপ ক্যাম্পাসে। রূপের রানি খ্যাত এই ক্যাম্পাসে প্রতিটি ঋতুতে দেখা মিলে নতুন নতুন চিত্র। শীত, গ্রীষ্ম, কিংবা বর্ষার আগমনে এখানে আনে নব এক উদ্দীপনা। প্রকৃতির স্নিগ্ধতায় সঞ্চারিত হয় প্রাণ।

গ্রীষ্মের আগমনে চারিদিকে ফুটতে শুরু করেছে নানা প্রজাতির ফুল। সোনালু, কৃষ্ণচূড়া, জারুল, চম্পা, করবী, পত্রলেখা, জবা, টগর, স্যালভিয়া, ভৃঙ্গরাজ, রঙ্গন, বাগান বিলাসসহ অসংখ্য ফুল শোভা ছড়াচ্ছে চবি ক্যাম্পাসের আনাচে কানাচে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের জারুলতলা, সমাজবিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় খেলার মাঠ, আইন অনুষদ কিংবা আইইআর-এর সক্রেটিস চত্বর—সর্বত্রই ছড়িয়ে আছে জারুলের বেগুনি মায়া। নীলচে আভায় ঢাকা গাছগুলো যেন এক নিঃশব্দ কাব্যগাথার জন্ম দেয়। জীবনানন্দ দাশের ভাষায় বলতে হয়, ‘ভিজে হয়ে আসে মেঘে এ-দুপুর—জারুল গাছের ডালে বসে থাকে একা চিল।’

ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে এই দৃশ্য মনে করিয়ে দেয় মায়াবী নীলে ভেজা জারুল যেন প্রকৃতির এক গোপন প্রেমপত্র।

অন্যদিকে কৃষ্ণচূড়ার আগুনরাঙা সৌন্দর্য যেন গ্রীষ্মের উত্তাপকেও হার মানায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশ থেকে কেন্দ্রীয় খেলার মাঠের সড়কপথ—সবখানেই কৃষ্ণচূড়ার উজ্জ্বল লাল ফুলের মেলার দেখা মিলে। ঝলমলে রোদে কৃষ্ণচূড়া যেন রক্তিম শিখার মতো দগ্ধ করে পথচারীর হৃদয়। প্রকৃতির এই অনবদ্য শিল্পকর্ম মুগ্ধ করে শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিটি দর্শনার্থীকে।

এদিকে সোনালু ফুলের স্নিগ্ধ সৌন্দর্য ক্যাম্পাসের রঙিন আয়োজনকে এনে দেয় শান্তির পরশ। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ, আইইআর ও কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে ঝুলে থাকা সোনালু ফুলের ঝাড়গুলো রোদে ঝিলমিল করে, দেখে মনে হয় যেন সূর্যের কিরণও এই ঝুমকাগুলোর কাছে হার মানে। সোনালুর হলুদ ছায়া গ্রীষ্মের ক্লান্ত দুপুরেও এনে দেয় অনাবিল প্রশান্তি।

সবমিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ আজ যেন এক রঙিন শিল্পকর্ম। ফুলের সৌন্দর্যে মোহিত হয়ে শিক্ষার্থীরা মুঠোফোন আর ক্যামেরায় বন্দি করছেন সুন্দর মুহূর্তগুলো। যারা এই দিনে ক্যাম্পাসে হাঁটছেন, তাদের কাছে চবি যেন এক স্বপ্নের রাজ্য—যেখানে প্রকৃতি তার অনবদ্য সৌন্দর্য উজাড় করে দিয়েছে।

গ্রীষ্মের কড়া রোদ আর ক্লান্তি ভুলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এভাবেই পরিণত হয়েছে রঙের এক প্রাণবন্ত উৎসবে—যেখানে প্রতিটি ফুল কথা বলে, প্রতিটি রং হৃদয় ছুঁয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোনিকে ‘আনক্যাপড’ দেখাতে নিয়ম বদল, প্রশ্ন গাভাস্কারের

খালেদা-তারেক জিয়াকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন নির্বাসিত : আলাল 

ট্রাকচাপায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া

গাজা দখল করে বাসিন্দাদের স্থানান্তরের পরিকল্পনা নেতানিয়াহুর

অবৈধ অভিবাসন বন্ধে প্রথমবার ইতালির সঙ্গে সমঝোতা স্মারক সই

স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা, ঘরে আগুন দিয়ে পালালেন স্বামী

কেন্দুয়ায় ৯ বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

দেশে ফিরলেন খালেদা জিয়া

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি চলছে

১০

খালেদা জিয়ার অপেক্ষায় রাস্তার দুই ধারে হাজারো নেতাকর্মী

১১

স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদ্রাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১২

বিমানবন্দর এলাকায় পুলিশ-সেনার কঠোর নিরাপত্তাব্যবস্থা

১৩

দুর্ঘটনার কবলে ভর্তি পরীক্ষার্থীদের বাস, আহত ৭ 

১৪

খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল

১৫

ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী 

১৬

১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান

১৭

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ করবে : মির্জা ফখরুল

১৮

ময়মনসিংহে ৬ থানার ওসিকে একযোগে বদলি

১৯

যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

২০
X