লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে হাসিমুখে বিদায় জানানো হয়। তাকে বিদায় জানাতে গিয়েছিলেন ছেলে তারেক রহমান ও বড় নাতনি জাইমা রহমান। এসময় খালেদা জিয়ার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এবং সফর সঙ্গীরাও সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে, লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সোমবার (০৫ মে) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান। পরে তারেক রহমান মাকে বিদায় জানান।
এসময় মা (খালেদা জিয়া) তার সন্তানকে বিদায় বেলায় গালে আদর করে দেন। তারেক রহমানও মাকে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার (তারেক রহমান) দিকে খেয়াল রেখো।’
মন্তব্য করুন