বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ০৬ মে ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর এলাকায় পুলিশ-সেনার কঠোর নিরাপত্তাব্যবস্থা

বিমানবন্দর এলাকায় রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা। ছবি : সংগৃহীত
বিমানবন্দর এলাকায় রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা। ছবি : সংগৃহীত

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

মঙ্গলবার (০৬ মে) সকাল থেকে বিমানবন্দর সড়কে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি লক্ষ করা যায়।

এদিন বিমানবন্দর এলাকায় নিরাপত্তাকর্মীদের গাড়ি তল্লাশি করতে দেখা যায়। এদিকে র‌্যাবের পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনীও। এ ছাড়া রয়েছে পুলিশের চেকপোস্ট।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত যাত্রাপথে নেওয়া হবে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। নেতাকর্মীদের জন্য দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা—নেতাকর্মীরা বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করতে পারবে না। তাদের বলা হয়েছে, জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাতে। এ ছাড়া খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেল বা হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে, খালেদা জিয়া ও জুবাইদা রহমানকে স্বাগত জানাতে দলীয় নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে লা মেরিডিয়েন হোটেল পর্যন্ত অবস্থান করবেন। এ ছাড়া ছাত্রদল লা মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত; যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন; মহানগর দক্ষিণ বিএনপি হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম; স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান; কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়; শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল; ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার; মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২; মহিলা দল গুলশান-২ গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড অবস্থান করবেন।

এদিকে খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিমানবন্দর সড়কসহ গুলশান ও বনানী এলাকার সড়কে যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান/বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দকে আগত জনসাধারণকে রাস্তা হতে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

শাহজালাল মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১০

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১১

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১২

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৪

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

১৫

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

১৬

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

১৭

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

১৮

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

১৯

তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

২০
X