বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১০:১১ এএম
আপডেট : ০৬ মে ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দর এলাকায় পুলিশ-সেনার কঠোর নিরাপত্তাব্যবস্থা

বিমানবন্দর এলাকায় রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা। ছবি : সংগৃহীত
বিমানবন্দর এলাকায় রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা। ছবি : সংগৃহীত

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে তার গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত রয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

মঙ্গলবার (০৬ মে) সকাল থেকে বিমানবন্দর সড়কে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত উপস্থিতি লক্ষ করা যায়।

এদিন বিমানবন্দর এলাকায় নিরাপত্তাকর্মীদের গাড়ি তল্লাশি করতে দেখা যায়। এদিকে র‌্যাবের পাশাপাশি মাঠে আছে সেনাবাহিনীও। এ ছাড়া রয়েছে পুলিশের চেকপোস্ট।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত যাত্রাপথে নেওয়া হবে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। নেতাকর্মীদের জন্য দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা—নেতাকর্মীরা বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করতে পারবে না। তাদের বলা হয়েছে, জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাতে। এ ছাড়া খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেল বা হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অন্যদিকে, খালেদা জিয়া ও জুবাইদা রহমানকে স্বাগত জানাতে দলীয় নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে লা মেরিডিয়েন হোটেল পর্যন্ত অবস্থান করবেন। এ ছাড়া ছাত্রদল লা মেরিডিয়েন হোটেল থেকে খিলক্ষেত; যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন; মহানগর দক্ষিণ বিএনপি হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম; স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান; কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলী মোড়; শ্রমিক দল কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল; ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দল বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার; মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২; মহিলা দল গুলশান-২ গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড অবস্থান করবেন।

এদিকে খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিমানবন্দর সড়কসহ গুলশান ও বনানী এলাকার সড়কে যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই পরিস্থিতি মোকাবিলায় ডিএমপি বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান/বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দকে আগত জনসাধারণকে রাস্তা হতে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১০

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১১

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

১২

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

১৪

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

১৫

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

১৬

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেইলি ব্রিজে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

১৭

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলের একক মাতবরি থাকবে না : নুর

১৮

জুলাই জাতীয় সনদে সই করবে না ৪ দল

১৯

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোববার

২০
X