ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি ক্যাম্পাসে রাস্তা খোঁড়াখুড়ি, ধুলোয় দিশাহারা শিক্ষার্থীরা

ঢাবি ক্যাম্পাসে খোঁড়াখুঁড়ির চিত্র। ছবি : কালবেলা
ঢাবি ক্যাম্পাসে খোঁড়াখুঁড়ির চিত্র। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ওয়াসার লাইন বসানোর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এতে ধুলোবালিতে বিপর্যস্ত হয়ে পড়ছেন শিক্ষার্থীসহ ক্যাম্পাসে চলাচলকারী সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৩ মে) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের আগ পর্যন্ত ওয়াসার লাইন বসানোর কাজ চলছে। এতে রাস্তা খোঁড়াখুঁড়ি করে রাস্তার নিচ দিয়ে পাইপ টানা হচ্ছে। বিভিন্ন স্থানে বালুর বস্তা দিয়ে বাঁধ সৃষ্টি করে ড্রেজিং করা হচ্ছে। জানা গেছে, ওয়াসার পাইপ বসানোর কাজ নীলক্ষেত থেকে শুরু হয়ে ঢাবি ক্যাম্পাসের ওপর দিয়ে সচিবালয়ের দিকে যাবে।

ঢাবি ক্যাম্পাসে রাস্তা খোঁড়াখুড়ি করায় ক্যাম্পাসের ভিসি চত্বর এলাকায় ধুলোবালির পরিমাণ তীব্র আকার ধারণ করেছে। মাস্ক ছাড়া হাঁটাচলা সম্ভব হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ভিসি চত্বর এলাকায় স্টপেজ দেয়। কিন্তু ওয়াসার কাজ চলমান থাকায় ধুলোবালি ও কাদার মধ্য দিয়ে বাসে ওঠানামা করতে হচ্ছে শিক্ষার্থীদের।

এ ব্যাপারে ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, এ ধরনের কাজ যখন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে তখন করা উচিত ছিল। এখন করায় তা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দূষিত করছে। এর ফলে আমাদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে।

এদিকে, রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য ঢাবি ক্যাম্পাসে বেড়েছে যানজট। বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত থেকে টিএসসি সংলগ্ন রাস্তার উভয় পাশে এক লেন করে মোট দুই লেন সড়ক ফিতা দিয়ে ওয়াসার লাইন বসানোর জন্য সংরক্ষিত করা হয়েছে। এতে যান চলাচলের রাস্তা সরু হয়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির গেট থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত রাস্তায় কয়েকটি ক্রেন থাকায় সেখানে বেশি যানজট তৈরি হয়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষ।

এ ব্যাপারে পথচারী শাহীন আলমের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি আজিমপুর থেকে আসছি মেট্রোতে করে উত্তরা যাব। এখন টিএসসি মেট্রো স্টেশনে যাচ্ছি। কিন্তু এই রাস্তায় অনেক যানজট হওয়ায় আমাকে হেঁটে যেতে হচ্ছে। কিন্তু রাস্তায় অনেক ধুলোবালি হওয়ায় ঠিকমতো হাঁটাও যাচ্ছে না।

ভোগান্তি নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ কি জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কালবেলাকে বলেন, এটা ওয়াসার কাজ। এটা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের আরও কিছু রাস্তার সংস্কার কাজ চলছে। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি তারাও ভোগান্তির শিকার হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, এটা যেহেতু জরুরি কাজ এজন্য সবারই কিছু সময়ের জন্য কষ্ট করতে হবে। তবে এই কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান অধ্যাপক বিদিশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধাকে ৩২ টুকরো করার হুমকি

আওয়ামী দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না : রিজভী 

কাজের সময় যত কম, শরীর ও মন তত ভালো : গবেষণা

সিলেটের ডিসি হলেন সেই আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার

রক্তমাখা টাকায় জট খুলল রুবেল হত্যার রহস্য

এ সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ : ইসি সচিব

ডাকসু নির্বাচন / ছাত্র অধিকারের প্যানেলে ভিপি বিন ইয়ামিন, জিএস সাবিনা

প্রয়াত শেফালিকে বুকে খোদাই করলেন স্বামী পরাগ

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

শরীর ঠিক রাখতে একটি মাত্র তরল, জানুন আয়ুর্বেদ কী বলছে

১০

কবে থেকে বৃষ্টি বাড়বে জানাল আবহাওয়া অফিস

১১

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

১২

হিমির রোমাঞ্চকর বাঞ্জি জাম্প

১৩

৬ মাসেই ধসে গেল কোটি টাকার রাস্তা

১৪

‘নতুন কুঁড়ি’ র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপে খেলবে বাংলাদেশ হকি দল

১৬

‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি ছাত্রলীগ কর্মীর

১৭

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে গলব্লাডার ক্যানসার

১৮

১১ এনজিও থেকে ঋণ নেওয়া আকবরের কাণ্ড

১৯

সুদিনের প্রত্যাশায় পৈতৃক পেশাতেই ঈশ্বরের ৭০ বছর

২০
X